শেহবাগের চোখে সৌরভই সেরা

রেকর্ড বই বলছে, টেস্ট অধিনায়ক হিসেবে সৌরভের থেকে বেশি সফল বিরাট। সৌরভের নেতৃত্বে ৪৯ টেস্টে ২১টিতে জিতেছে ভারত।

Must read

নয়াদিল্লি, ১৯ মে : প্রকৃত নেতা তিনিই, যিনি একটা দল গড়ে তুলতে পারেন। তাই অধিনায়ক হিসেবে বিরাট কোহলির থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে এগিয়ে রাখছেন বীরেন্দ্র শেহবাগ। প্রাক্তন ভারতীয় ওপেনারের সাফ কথা, ‘‘সৌরভ গঙ্গোপাধ্যায় অধিনায়ক হিসেবে একটা প্রায় নতুন দল গড়ে তুলেছিল। ওর নেতৃত্বে ভারতীয় দলে প্রচুর নতুন মুখ উঠে এসেছিল। সৌরভও সব সময় তরুণ ক্রিকেটারদের পাশে দাঁড়াত। সেটা ভাল সময় হোক বা খারাপ। বিরাট যখন অধিনায়ক ছিল তখন এই কাজ কতটা করতে পেরেছে, তা নিয়ে আমার মনে সন্দেহ আছে।’’

আরও পড়ুন-কেকেআরেই মন ম্যাকালামের

রেকর্ড বই বলছে, টেস্ট অধিনায়ক হিসেবে সৌরভের থেকে বেশি সফল বিরাট। সৌরভের নেতৃত্বে ৪৯ টেস্টে ২১টিতে জিতেছে ভারত। ১৫টি ড্র এবং ১৩টিতে হার। সাফল্যের শতকরা হার ৪২.৮৫। অন্যদিকে, বিরাট ৬৮টি টেস্টে নেতৃত্ব দিয়ে ৪০টিতে জিতেছেন। ১১টি ড্র ও ১৭টি হার। সাফল্যের হার ৫৮.৮২ শতাংশ।
শেহবাগ যদিও পরিসংখ্যানকে গুরুত্ব দিতে রাজি নন। তাঁর বক্তব্য, ‘‘আমার মতে, সেই অধিনায়কই সেরা, যিনি একটা দল গড়ে তুলতে পারেন এবং সতীর্থদের আত্মবিশ্বাস জোগাতে পারেন। বিরাট কিছু প্লেয়ারের পাশে দাঁড়িয়েছে, আবার কয়েকজনের ক্ষেত্রে সেটা করেনি।’’

Latest article