বিভিন্ন জেলা থেকে অভিযোগ উঠেছিল আগের নির্বাচনী প্রক্রিয়াতে (election process)। রাজ্য নির্বাচন কমিশনার (state election commissioner) ১৯টি জেলার ৬৯৬টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয়। আজ সোমবার সকাল থেকে শুরু হয়েছে পুনর্নির্বাচন। মুর্শিদাবাদ জেলায় সবথেকে বেশি বুথে আজ পুনর্নির্বাচন হচ্ছে। সকাল থেকেই জেলায় জেলায় ভোটকেন্দ্রগুলিতে লম্বা লাইন চোখে পড়ার মত। নিরাপত্তার বিষয়টিও জোরদার করা হয়েছে। রাজ্য পুলিশ পাশাপাশি ছাড়া ভোটকেন্দ্রগুলিতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীকে দেখে আশ্বস্ত হয়েছে ভোটারদের একাংশ।
সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন। ছাতা মাথায় লাইনে দাঁড়িয়েছেন তারা। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি উপেক্ষা করেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে সাধারণ মানুষ।
আরও পড়ুন-দিনের কবিতা
ভোটের দিন হিংসার ভয়াবহ ছবি সামনে আসে মুর্শিদাবাদ জেলা জুড়ে। সবথেকে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছিল ওখানেই। বহরমপুর ব্লকের অন্তর্গত কৃষ্ণমাটির প্রাইমারি স্কুল আপার প্রাইমারি স্কুলসহ তিনটি বুথে ব্যাপক উত্তেজনা ছিল তুঙ্গে। ব্যালট ভাঙচুর, লুটের ঘটনা সামনে আসে। সোমবার লম্বা লাইন।
আরও পড়ুন-দায় এড়াতে চিত্রনাট্য সাজানো শুরু বাহিনীর
হুগলি জেলার আরামবাগ মহকুমার বুথগুলিতে ভোট দেওয়ার জন্য মানুষ লম্বা লাইন দিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়াতে ছবিটিও এক । উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে বৃষ্টি উপেক্ষা করেই ভোটের লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। মালদহ, দক্ষিণ ও উত্তর দিনাজপুরের ছবিটাও একই রকম। এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে ভোটগ্রহণ।