তমলুক শহরের সভাপতির ওপর হামলা, সরব তৃণমূল কংগ্রেস

আজ সোমবার সকাল থেকে শুরু হয়েছে পুনর্নির্বাচন। সকাল থেকেই জেলায় জেলায় ভোটকেন্দ্রগুলিতে লম্বা লাইন চোখে পড়ার মত।

Must read

আজ রাজ্যের বেশ কিছু অংশে পুনর্নির্বাচন। বিভিন্ন জেলা থেকে অভিযোগ উঠেছিল আগের নির্বাচনী প্রক্রিয়াতে (election process)। রাজ্য নির্বাচন কমিশনার (state election commissioner) ১৯টি জেলার ৬৯৬টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয়। আজ সোমবার সকাল থেকে শুরু হয়েছে পুনর্নির্বাচন। সকাল থেকেই জেলায় জেলায় ভোটকেন্দ্রগুলিতে লম্বা লাইন চোখে পড়ার মত। নিরাপত্তার বিষয়টিও জোরদার করা হয়েছে। রাজ্য পুলিশ পাশাপাশি ছাড়া ভোটকেন্দ্রগুলিতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীকে দেখে আশ্বস্ত হয়েছে ভোটারদের একাংশ।

আরও পড়ুন-রাজ্যে আজ পুনর্নির্বাচন, নজরে সকাল থেকেই লম্বা লাইন ভোটারদের

কিন্তু এই অবস্থায় জানা গিয়েছে তমলুক শহরের সভাপতি চঞ্চল খাঁড়ার উপর নৃশংস হামলা হয়েছে। শারীরিকভাবে লাঞ্ছিত করার পর, আততায়ীরা তাকে গুরুতর আহত করে এবং তার বাইকে আগুন ধরিয়ে দেয় বিজেপির দুষ্কৃতীরা।

আরও পড়ুন-দিনের কবিতা

এই মর্মে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস টুইট করে নিন্দায় সরব হয়েছে। লেখা হয়, ‘তমলুক শহরের সভাপতি চঞ্চল খাঁড়ার উপর নৃশংস হামলার কথা শুনে আমরা গভীরভাবে মর্মাহত। চঞ্চল খাঁড়াকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পর, আততায়ীরা তাকে গুরুতর আহত করে এবং তার বাইকে আগুন ধরিয়ে দেয়। এটা আপত্তিজনক যে বিজেপি, যেটি পঞ্চায়েত নির্বাচনের সময় ‘আইন-শৃঙ্খলা’ বজায় রাখার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল, ঠিক একদিন পরেই চরম সহিংসতার আশ্রয় নিচ্ছে। এই নির্লজ্জ ভণ্ডামি ও গণতন্ত্রের প্রতি অবজ্ঞা অত্যন্ত বিরক্তিকর!’

 

Latest article