ভারী বর্ষণ উত্তরে, দক্ষিণে গরমের অস্বস্তি অব্যাহত

স্বভাবতই ঘেমে নেয়ে একসা কলকাতাবাসী। রবিবার বেলা গড়াতে সামান্য মেঘের দেখা মিললেও তা ভেল্কি দেখিয়ে চলে যায়। বৃষ্টি হয়নি।

Must read

প্রতিবেদন : উত্তরে পুরোদমে বৃষ্টি শুরু হলেও ভ্যাপসা গরম ও কাঠফাটা রোদের তেজ কমার নামই নেই দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গ থেকে এখনই বিদায় নিচ্ছে না গরম। স্বভাবতই ঘেমে নেয়ে একসা কলকাতাবাসী। রবিবার বেলা গড়াতে সামান্য মেঘের দেখা মিললেও তা ভেল্কি দেখিয়ে চলে যায়। বৃষ্টি হয়নি।

আরও পড়ুন-তমলুক শহরের সভাপতির ওপর হামলা, সরব তৃণমূল কংগ্রেস

হাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার উত্তরের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার কিছু অংশে। মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। পার্বত্য এলাকার জেলাগুলিতে দুই-এক পশলা বৃষ্টি হতে পারে। এদিকে, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী তিন-চারদিন বৃষ্টির পরিমাণ তুলনামূলক অনেকটাই কম থাকবে।

Latest article