মাদ্রিদ ও মিউনিখ, ১১ এপ্রিল : মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি কোয়ার্টার ফাইনালে ভিয়ারিয়ালের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ বায়ার্ন মিউনিখের। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ আবার মুখোমুখি হচ্ছে চেলসির।
আরও পড়ুন-মাওবাদী সঙ্গ ত্যাগ করে শান্তিপূর্ণ ভোটের দায়িত্বে
ভিয়ারিয়ালের বিরুদ্ধে প্রথম লেগে ০-১ গোলে হেরে গিয়েছিল তারকাখচিত বায়ার্ন। ফলে ফিরতি ম্যাচটা অন্তত দু’গোলে জিততেই হবে জার্মান জায়ান্টদের। রবার্ট লেয়নডস্কিদের বাড়তি সুবিধে, এই ম্যাচটা তাঁরা খেলবেন নিজেদের ঘরের মাঠে। তাই হারের বদলা নেওয়ার জন্য বাড়তি উদ্দীপ্ত দেখাচ্ছে বায়ার্নের প্রতিটি ফুটবলারকে। দলের অন্যতম সেরা তারকা টমাস মুলার তো আগাম জানিয়ে রাখছেন, ‘‘এই ম্যাচটা জেতা ছাড়া আমাদের সামনে অন্য কোনও পথ নেই। তার উপরে আবার দু’গোলের ব্যবধানে জিততে হবে। কাল শুরু থেকেই আক্রমণের ঝড় তুলে দ্রুত গোল তুলে নেওয়াই লক্ষ্য।’’
আরও পড়ুন-শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় বার্সার
এদিকে, প্রথম লেগের ম্যাচটা ৩-১ ব্যবধানে জয়ের সুবাদে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রেখেছে রিয়াল। কার্লো আনচেলোত্তির দলের বড় সুবিধে, চেলসিকে তাদের ঘরের মাঠে হারানো। ফলে ঘরের মাঠে ফিরতি ম্যাচটা অনেকটাই চাপমুক্ত হয়ে মাঠে নামবেন করিম বেঞ্জেমারা। রিয়ালের ফরাসি তারকা প্রথম লেগে দুরন্ত হ্যাটট্রিক করেছিলেন। সেই ছন্দ ফিরতি ম্যাচেও ধরে রাখতে চান বেঞ্জেমা।