মাদ্রিদ, ৫ মে : এভাবেও ফিরে আসা যায়! দেখাল রিয়াল মাদ্রিদ। রুদ্ধশ্বাস ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে সোজা পৌঁছে গেল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে।
৯০ মিনিট পর্যন্ত ০-১ পিছিয়ে। দুই পর্ব মিলিয়ে পিছিয়ে ৩-৫ গোলে। স্যান্টিয়াগো বার্নাব্যু ছেড়ে হতাশ রিয়াল সমর্থকরা যখন বেরিয়ে যাবেন ভাবছেন, তখনই নাটকের শুরু। ৯০ ও ৯১ মিনিটে পরপর দুটি গোল করে রিয়ালকে সমতায় ফেরান রডরিগো। বাকিটা করিম বেঞ্জেমার ম্যাজিক। যিনি অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে ম্যান সিটির স্বপ্নে জল ঢেলে দেন। শেষ পর্যন্ত ৬-৫ গোলে সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল রিয়াল। তাদের সামনে এখন মহম্মদ সালাহর লিভারপুল। গোটা ম্যাচেই কার্যত এগিয়ে ছিল ম্যান সিটি। তাদের কোচ পেপ গুয়ার্দিওলাকে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা কোচ বলা হয়। কিন্তু তাঁকেও মাঠের বাইরে থেকে দলের স্বপ্ন ভেঙে খান খান হয়ে যেতে দেখতে হল। রিয়াল ফুটবলাররা আসলে হারের আগে হার মানতে চাননি। তাই ঘরের মাঠে রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি তাঁরা তুলে আনলেন।
আরও পড়ুন-মারাদোনার জার্সির দাম ৬৮ কোটি
রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি বলেছেন, তিনি কখনও হারার কথা ভাবেননি। তাছাড়া যে দল এভাবে পিছন থেকে উঠে এসে সমতা ফেরায়, অতিরিক্ত সময়ে তারাই মানসিকভাবে এগিয়ে থাকে। ‘‘খুব ক্লোজ ম্যাচ হয়েছে। আমার ছেলেরা শেষ মুহূর্ত পর্যন্ত এনার্জি ধরে রাখতে পেরেছিল। আমরা একটা শক্তিশালী দলকে হারিয়ে ফাইনালে উঠেছি।” চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠে বলেছেন রিয়াল কোচ আনচেলোত্তি। আর তিনিই প্রথম কোচ যিনি পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠলেন। রিয়াল কোচ স্পষ্ট জানিয়ে দেন, ম্যাচে পিছিয়ে থাকলেও তিনি একবারও হারের কথা ভাবেননি। বরং ভাবছিলেন ম্যান সিটির দাপট থামিয়ে কীভাবে ম্যাচে ফিরবেন। এভাবেই ঘুরে দাঁড়িয়ে চেলসি ও পিএসজি ম্যাচ জিতেছে তাঁর দল। রিয়াল কোচ আনচেলোত্তির দাবি, ‘‘এটাই রিয়ালের গ্রেটনেস। এই দল কখনও হেরে গিয়েছি বলে হাত গুটিয়ে নেয় না।”
২৮ মে প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল। নিজেকে এখনও এভার্টনের লোক বলে দাবি করে আনচেলোত্তি জানান, তিনি লিভারপুলের বিরুদ্ধে প্লেয়ার ও কোচ হিসাবে খেলেছেন। লিভারপুলে দু’বছর থেকেছেন। তাঁর কাছে ফাইনাল তাই আর একটা ডার্বি।
আরও পড়ুন-জকোভিচকে ওয়াকওভার দিলেন মারে
এদিকে, ম্যাঞ্চেস্টার সিটির কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ের স্বপ্ন আরও একবার অধরাই রইল গুয়ার্দিওলার। বিধ্বস্ত ম্যান সিটি কোচ বলছেন, ‘‘এই ধাক্কা সামলে উঠতে আমাদের এক-দুটো দিন সময় লাগবে। কিন্তু আমরা ফের ঘুরে দাঁড়াব। সমর্থকদের জন্যই আমাদের ফের ঘুরে দাঁড়াতেই হবে।’’ চ্যাম্পিয়ন্স লিগের হতাশা ভুলতে গুয়ার্দিওলার পাখির চোখ এখন প্রিমিয়ার লিগ খেতাবে।