সংবাদদাতা, বারাসত : কলকাতা থেকে ঢাকাগামী বাসে তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার সাত লক্ষ বাংলাদেশি মুদ্রা বাজেয়াপ্ত করল বিএসএফের জওয়ানরা। বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল বাসচালক তপন দাস, কন্ডাক্টর প্রশান্ত দত্ত এবং এক সহকারী সুশান্ত দাস। বিএসএফ সূত্রে জানা গেছে, বৈদেশিক মুদ্রা পাচারের জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল।
আরও পড়ুন-নিরঞ্জনে সতর্ক প্রশাসন
পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রা এবং ধৃতদের তুলে দেওয়া হয়েছে পেট্রাপোল স্থলবন্দরের শুল্ক দফতরে।গোপন খবরের ভিত্তিতে ১৭৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা বৃহস্পতিবার পেট্রাপোল স্থলবন্দরের সামনে কলকাতা-ঢাকাগামী একটি বাস আটকে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে বাসের তিনজনের কাছ থেকে ৭ লক্ষ বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। জেরায় বিএসএফ জানতে পারে বাংলাদেশের নগদ টাকাগুলো ধৃতরা ডানলপের এক বাসিন্দার কাছ থেকে নিয়েছিল। বাংলাদেশের ঢাকায় শ্যামলী পরিবহণের অফিসে হস্তান্তর করার কথা ছিল বৈদেশিক মুদ্রাগুলো। কিন্তু বাসে তল্লাশির সময় বিএসএফ তাদের কাছ থেকে এই নগদ টাকা উদ্ধার করে।