প্রতিবেদন : ফাইনালে উঠেও অল্পের জন্য সন্তোষ ট্রফি হাতছাড়া হয়েছে বাংলার। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করার জন্য গোটা দলকে সম্মানিত করল ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club)। বৃহস্পতিবার বিকেলে লাল-হলুদ তাঁবুতে চা-চক্রে আমন্ত্রিত ছিলেন বাংলার কোচ-ফুটবলাররা। মনোতোষ চাকলাদার, ফারদিন আলি মোল্লা, দিলীপ ওরাওঁ, তুহিন দাসরা উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবে। ছিলেন কোচ রঞ্জন ভট্টাচার্যও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Sports Minister Aroop Biswas)। তাঁর হাত দিয়েই বাংলার ফুটবলারদের সম্মানিত করে ইস্টবেঙ্গল। ক্লাবের শতবর্ষের লোগো দেওয়া কয়েন উপহার দেওয়া হয় বাংলার কোচ-ফুটবলারদের। ক্লাবের (East Bengal Club) তরফে দেওয়া হয় মিষ্টি, উত্তরীয়। আইএফএ-র তরফে বাংলা দলের জন্য ৫ লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়। ইস্টবেঙ্গল ক্লাবের সম্মান পেয়ে আপ্লুত মনোতোষরা। ক্রীড়ামন্ত্রী বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মনোতোষ, দিলীপকে চাকরি দিয়েছেন। বাংলার মুখ্যমন্ত্রী সবার পাশে থাকেন। তাঁর এই সিদ্ধান্তে আরও অনেকেই ফুটবল খেলতে এগিয়ে আসবে।’’
আরও পড়ুন: চোট না সিএসকের সঙ্গে বিরোধ, জাদেজাকে নিয়ে তীব্র গুঞ্জন