সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ

তারজন্য ইউজিসি আইন ১৯৫৬ এর ২৩ তম অনুচ্ছেদ বদলেরও সুপারিশ করেছে সংসীয় স্থায়ী কমিটি। জাতীয় শিক্ষানীতির পর এবার ডিমড বিশ্ববিদ্যালয়।

Must read

নয়াদিল্লি : দেশের ডিমড বিশ্ববিদ্যালয়গুলিকে এবার বিশ্ববিদ্যালয় হিসেবে উল্লেখ করার সুপারিশ করল সংসদীয় স্থায়ী কমিটি। শিক্ষা, নারী ও শিশু এবং যুব কল্যাণ মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশে বলা হয়েছে, যেহেতু বিদেশে ডিমড বিশ্ববিদ্যালয় শব্দটি ব্যবহার করা হয় না, ফলে এবার থেকে ডিমড বিশ্ববিদ্যালয়গুলিকেও বিশ্ববিদ্যালয় বলা হোক। তারজন্য ইউজিসি আইন ১৯৫৬ এর ২৩ তম অনুচ্ছেদ বদলেরও সুপারিশ করেছে সংসীয় স্থায়ী কমিটি। জাতীয় শিক্ষানীতির পর এবার ডিমড বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন-পদ খারিজের নোটিশ

কমিটির রিপোর্টে বলা হয়েছে, ‘ইউজিসি আইন ১৯৫৬ এর ২৩ নম্বর অনুচ্ছেদ সংশোধন করে ডিমড বিশ্ববিদ্যালগুলিকে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় লেখা বা ব্যবহার করার অনুমতি দেওয়া হোক।’ কমিটির সুপারিশ, বিশ্বের অনেক দেশেই ডিমড শব্দটির কোনও অস্তিত্ত্বই নেই। কমিটির তরফে উচ্চশিক্ষা প্রদানের প্রতিষ্ঠানগুলিকে, স্বীকৃতি প্রদানের পদ্ধতিতেও বদল আনার সুপারিশ করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান বিজেপির রাজ্যসভার সাংসদ বিনয় সহস্রবুদ্ধে উল্লেখ করেন, দেশের মাত্র ৩০ শতাংশ বিশ্ববিদ্যালয় এবং ২০ শতাংশ কলেজ স্বীকৃত। সূত্রের খবর, কমিটির বৈঠকে উচ্চশিক্ষা সচিব কে সঞ্জয় মূর্তি বৈঠক জানিয়েছেন, স্বীকৃতি প্রদানে অধিকার থাকবে প্রস্তাবিত উচ্চশিক্ষা কমিশনের।

Latest article