প্রতি বছর রেকর্ড ভাঙছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এবারও ব্যতিক্রম নয়। ৪৬ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (International Kolkata Book Fair) আজ শেষ দিন। আজ রবিবার সাংবাদিক সম্মেলনে গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, ‘বইমেলায় এবার লোকসংখ্যা ২৫ লক্ষ পার করে গিয়েছে। গতবার বই বিক্রি হয়েছিল ২৩ কোটি টাকার। এবারে সেই রেকর্ডও ভেঙে ছাড়িয়ে গিয়েছে ২৫ কোটি। ছোট থেকে বড় স্টল সব জায়গাতেই প্রচুর বই বিক্রি হয়েছে এবার। তবে সবথেকে বেশি পরিমাণে বিক্রি হয়েছে বাংলাদেশের বই। প্রায় ১ কোটি টাকার ওপর বই বিক্রি হয়েছে বাংলাদেশ প্যাভিলিয়নে।’
আরও পড়ুন-‘লড়াই হবে উন্নয়নের নিরিখে, ধর্ম ভাগাভাগির বিরুদ্ধে নয়’ নাড্ডাকে চ্যালেঞ্জ অভিষেকের
এদিন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে, সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়, মন্ত্রী ইন্দ্রনীল সেন, বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী, সাংসদ দোলা সেন, সিপি বিধান নগর গৌরব শর্মা, সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী, অনুষ্টুপ প্রকাশনার কর্ণধার অনিল আচার্য এবং স্পেনের কর্মকর্তারা।
আরও পড়ুন-ফ্ল্যাট থেকে উদ্ধার বার ডান্সারের ঝুলন্ত দেহ, গ্রেফতার লিভ ইন সঙ্গী
এদিন ইন্দ্রনীল সেন বলেন, ‘২০১৭ সালে দীঘায় বসে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সল্টলেকে বইমেলা করার কথা বলেছিলেন। মুখ্যমন্ত্রীর কথায় ধর্ম আমার, ধর্ম তোমার, উৎসব সবার। সাধারণ মানুষের জন্য বিনা প্রবেশমূল্যে বইমেলা করে দিয়েছেন তিনি।’
আরও পড়ুন-‘ত্রিপুরায় তৃণমূল জিতলে মুখ্যমন্ত্রী হবেন ত্রিপুরার ভূমিপুত্র’, জানালেন কুণাল ঘোষ
প্রসঙ্গত বাংলার ঐতিহ্য দুর্গাপুজোকে তুলে ধরার অভিনব ভাবনার জন্য জাগো বাংলাকে পুরস্কার দেওয়া হয়। হলের মধ্যে ছোট স্টল হিসেবে পুরস্কার পায় মায়া আর্ট স্পেস। বড় স্টল হিসেবে পুরস্কার পেয়েছে পেঙ্গুইন। মেলার মধ্যে খোলা জায়গায় ছোট স্টলের মধ্যে যুগ্মভাবে জয়ী হয়েছে ৭ নং সাহিত্য পাড়া লেন এবং বাণী শিল্প। বড় স্টলের মধ্যে জয়ী প্রতিভাস এবং কারিগর।