ফের রেকর্ড পতন টাকার মুদ্রাস্ফীতি লাগামছাড়া

যদিও পরে রিজার্ভ ব্যাঙ্কের সাময়িক পদক্ষেপে এই পতনের পরিমাণ বাজার বন্ধের সময় খানিকটা কমে দাঁড়ায় ৭৭ টাকা ২৫ পয়সা।

Must read

প্রতিবেদন : পতন অব্যাহত। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকা হালে পানি পাচ্ছে না। সেইসঙ্গে বেড়েই চলেছে মুদ্রাস্ফীতি এবং জিনিসপত্রের আরও দাম বাড়ার আশঙ্কা। বৃহস্পতিবার বাজার খোলার প্রায় সঙ্গে সঙ্গেই ৫০ পয়সা নেমে যায় টাকার দাম। এক ডলারের দাম গিয়ে দাঁড়ায় ৭৭ টাকা ৬৩ পয়সা। এই নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয়বার রেকর্ড গড়ল টাকার অবমূল্যায়ন। আধুনিক ভারতীয় টাকার জন্মের সময় থেকে এখনও পর্যন্ত ডলারের নিরিখে সবচেয়ে কম দাম নথিভুক্ত হয়েছে এদিন।

আরও পড়ুন-১০ জুন ভোট রাজ্যসভায়

যদিও পরে রিজার্ভ ব্যাঙ্কের সাময়িক পদক্ষেপে এই পতনের পরিমাণ বাজার বন্ধের সময় খানিকটা কমে দাঁড়ায় ৭৭ টাকা ২৫ পয়সা। সামগ্রিকভাবে এদিন এশিয়ার বিভিন্ন দেশের টাকার দাম কমেছে। বিশেষজ্ঞদের মতে, ভারতে বিদেশি মুদ্রার আমদানি কমেছে। সেইসঙ্গে আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। এই দুইয়ের প্রভাবে দেশের বাজার চাঙ্গা হতে পারছে না। তার প্রভাব পড়েছে টাকার দামের ওপরে। এদিনও বিদেশি লগ্নিকারীরা তাঁদের হাতে থাকা ৩৬০৯.৩৫ কোটি টাকার শেয়ার দালাল স্ট্রিটে বেচে দিয়েছেন। যার জেরে এদিনও সেনসেক্স ও নিফটি, শেয়ার বাজারের দু’টি সূচকই নেমেছে। সেনসেক্স পড়েছে ১১৫৮.০৮ পয়েন্ট বা ২.১৪ শতাংশ। নিফটি পড়েছে ৩৫৯.১০ পয়েন্ট বা ২.২২ শতাংশ।

Latest article