সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে টিকা দেওয়ার নয়া রেকর্ড। ডায়মন্ড হারবার পুরসভা অঞ্চলে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১০০ শতাংশ মানুষকেই। দ্বিতীয় ডোজ ৯০ শতাংশের বেশি মানুষকে দেওয়া হয়ে গিয়েছে।
গোটা রাজ্যে টিকা দেওয়ার ক্ষেত্রে এটি রেকর্ড। এই প্রকল্পে ব্যবস্থা করা হয়েছে ‘ভ্যাক্সিনেশন অন হুইলের’। ‘দুয়ারে আমরা’ প্রকল্পে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিয়ে বাড়ি বাড়ি ভ্যাকসিন দেওয়ার কাজ হয়েছে। প্রত্যেকটি ওয়ার্ড এর জনপ্রতিনিধিরা এই কাজে নেতৃত্ব দিচ্ছেন। এলাকার মানুষ খুশি। বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম নাগরিকরা দু’হাত তুলে আশীর্বাদ করছেন সাংসদ এবং জনপ্রতিনিধিদের।
আরও পড়ুন: বাংলায় ম্যান মেড বন্যা : ডিভিসির জল ছাড়া নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ক্ষুব্ধ মমতার
এর আগেও করোনা অতিমারীর সময় কমিউনিটি কিচেন চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের অনেক নিরন্ন মানুষের মুখে লকডাউনে অন্ন তুলে দিয়েছেন তিনি। এবার ভ্যাকসিন দিয়ে তাঁদের করোনা প্রতিষেধকের ব্যবস্থা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।