উদ্ধার বিপুল মাদক

সেই বাক্স থেকে মোট সাড়ে তিন কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। মার্কিন মুলুক থেকে আসা ওই বাক্সটি তেলেঙ্গানার হায়দরাবাদে পাঠানো হচ্ছিল।

Must read

প্রতিবেদন : মাদক চোরাচালানের বড়সড় ছক বানচাল করল ডিরেক্টরেট অব রেভিনিউ ইনটেলিজেন্স। এক যৌথ অভিযানে আন্তর্জাতিক মাদক চোরাচালানের এই চক্রের হদিশ পেয়েছেন আধিকারিকরা। গোপন সূত্রে খবর পেয়ে ডিআরআই-এর মুম্বইয়ের আধিকারিকরা রাজ্যের ফরেন পোস্ট অফিসে আমেরিকা থেকে আসা একটি ফুড আইটেম-এর বাক্সে তল্লাশি চালান।

আরও পড়ুন-বায়ুসেনায় প্রচণ্ড

সেই বাক্স থেকে মোট সাড়ে তিন কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। মার্কিন মুলুক থেকে আসা ওই বাক্সটি তেলেঙ্গানার হায়দরাবাদে পাঠানো হচ্ছিল। এই ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে হায়দরাবাদ থেকে আগেই গ্রেফতার করা হয়েছিল। দিল্লিতে পাঠানো হচ্ছিল পার্সেলটি। তদন্তে গোয়েন্দারা জানতে পেরেছেন, ওই মাদক আনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিকানায় ডার্ক ওয়েবের মাধ্যমে অর্ডার দেওয়া হয়েছিল এবং লেনদেনের জন্য ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা হয়েছিল। এর পাশাপাশি দিল্লি থেকে আরও ১.৮ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য প্রায় ২.৩৬ কোটি টাকা।

Latest article