৬ রাজ্যের ৭ কেন্দ্রে উপনির্বাচন ৩ নভেম্বর

মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৪ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ অক্টোবর। ৮ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে  নির্বাচন প্রক্রিয়া। 

Must read

প্রতিবেদন : উৎসবের আবহেই বেজে উঠল ভোটের (election) বাজনা। সোমবার ছ’টি রাজ্যের সাত বিধানসভা আসনের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। সোমবার কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, ওড়িশা, তেলেঙ্গানা এই ছয় রাজ্যের ৭টি আসনে ভোটে আগামী ৩ নভেম্বর। ফলাফল ঘোষণা হবে ৬ নভেম্বর।

আরও পড়ুন-উদ্ধার বিপুল মাদক

মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৪ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ অক্টোবর। ৮ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে  নির্বাচন প্রক্রিয়া। সাতটি বিধানসভা উপনির্বাচনের মধ্যে রয়েছে বিহারের মোকামা এবং গোপালগঞ্জ। বাকি কেন্দ্রগুলি হল মহারাষ্ট্রের আন্ধেরি পূর্ব, হরিয়ানার আদামপুর, তেলেঙ্গানার মুনুগোড়ে, উত্তরপ্রদেশের গোলা গোক্রান্নথা এবং ওড়িশার ধামনগর সংরক্ষিত কেন্দ্র।

Latest article