বৃহস্পতিবার রাজ্য পুলিশে এস আই (SI) বা সাব ইন্সপেক্টর (sub inspector) পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল নবান্নের (Nabanna) তরফে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫২৯টি এসআই পদ তৈরি করা হয়েছে। রাজ্যের ১২৭টি থানা, ৩৫টি সাইবার ক্রাইম থানা এবং ৪০টি বড় থানায় (হাই লোডেড পুলিশ স্টেশন) এসআইদের নিয়োগ করা হবে। রাজ্য পুলিশে ১০৫৮ টি এসআই পদ নতুন করে তৈরির প্রস্তাব দেওয়া হয়। সবমিলিয়ে ৫২৯টি এসআই পদ তৈরির অনুমতি দেওয়া হয়েছে। রাজ্যের ১২৭ টি থানাতে ৩৫৩ টি এসআই পদ তৈরি করা হয়েছে। ৩৫ টি সাইবার ক্রাইম থানার অধীনে ১২৫ টি পদ তৈরি করা হয়েছে। রাজ্যের ৪০টি বড় থানা এলাকায় ৫১টি এসআই পদ তৈরি করা হল।
আরও পড়ুন-দিল্লিতে রঙের কারখানায় আগুন, মৃত ১১
এই বছরের শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ১২ হাজার কনস্টেবল নিয়োগের ঘোষণা করেছিলেন। রূপান্তরকামীদের জন্যও সুযোগ চালু করেছে রাজ্য। মহিলা কনস্টেবলের জন্য সংরক্ষিত থাকছে ৩৬০০ পদ। বাকি ৮৪০০ পদে নিয়োগের প্রক্রিয়ায় রূপান্তরকামীরাও আবেদন করতে পারবেন বলে জানা গিয়েছে। তাঁদের জন্য আলাদা কোনও সংরক্ষিত আসন থাকবে না।
আরও পড়ুন-প্রয়াত তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিস আলি
রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগের ব্যাপারে মন্ত্রিসভায় প্রস্তাব পাশ হয়েছে। রূপান্তরকামীদের পুলিশে নিয়োগ বিধিতে সংশোধন এখনও বাকি আছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৫ সালে পশ্চিমবঙ্গে প্রথমবার রূপান্তরকারীদের জন্য উন্নয়ন পর্ষদ গঠন করেছিলেন।