অভিজিতের নির্দেশ খারিজ, ৩৯২৯ পদে প্রাথমিকে নিয়োগ

Must read

প্রতিবেদন : প্রাথমিকে শিক্ষক নিয়োগে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে ফুৎকারে উড়িয়ে দিল শীর্ষ আদালত (Supreme Court)। বৃহস্পতিবার শীর্ষ আদালতের বিচারপতি হৃষীকেশ রায় এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ জানিয়েছে, ভবিষ্যতের শূন্যপদের সঙ্গে ৩,৯২৯টি পদ যুক্ত করে দেওয়া হবে। সেখানে আবেদন করতে পারবেন টেট-উত্তীর্ণরা। শীর্ষ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন শিক্ষমন্ত্রী ব্রাত্য বসু।

২০১৪ সালের টেট-উত্তীর্ণদের নিয়োগের ক্ষেত্রে ৩,৯২৯টি শূন্যপদ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই শূন্য পদগুলিতে মামলাকারীদের মেধার ভিত্তিতে নিয়োগ হবে বলে জানিয়েছিলেন। সেই রায়কে চ্যালেঞ্জ করে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিল ২০১৭ সালের টেট-উত্তীর্ণরা। ডিভিশন বেঞ্চও জানিয়েছিল, ২০১৭-এর উত্তীর্ণরা সুযোগ পাবেন না বরং ২০১৪-র টেট উত্তীর্ণরাই ওই শূন্যপদে আবেদন করতে পারবেন। এরপর সেই রায়কেও চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) গিয়েছিল ২০১৭-র উত্তীর্ণরা। এবার সেই হাইকোর্টের রায়কেই নস্যাৎ করে দিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন- প্রকাশ্যে ছবি, নির্যাতিতা বললেন বেআইনি কাজ করেছেন বোস

এদিকে, শীর্ষ আদালতের রায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে লেখেন, মাননীয় সুপ্রিম কোর্টের রায় আবারও রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অবস্থানকে মান্যতা দিয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে হাইকোর্টের একক বেঞ্চের আগের আদেশকে নস্যাৎ করে দিয়েছে শীর্ষ আদালত। অশুভ উদ্দেশ্যের বিরুদ্ধে আবারও শুভ ইচ্ছের জয় হয়েছে।

Latest article