ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট সহ বিভিন্ন পদে স্বাস্থ্যে কর্মী নিয়োগ

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রীর নির্দেশের পর স্বাস্থ্য পরিষেবার সামগ্রিক মানোন্নয়নে শূন্যপদ পূরণে উদ্যোগী হল রাজ্য সরকার (West Bengal Government)। আগামী কয়েক মাসে বিভিন্ন সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি স্বাস্থ্য প্রশাসনেও বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কোভিডের কারণে গত প্রায় তিন বছর এই নিয়োগ বন্ধ ছিল। তার ফলে বিভিন্ন সরকারি হাসপাতাল সহ স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য প্রশাসনের দৈনন্দিন কাজকর্মও ব্যাহত হচ্ছিল।

আরও পড়ুন – পুরভোটের জন্য জেলা ভিত্তিক কো-অর্ডিনেটর ঠিক করে দিল তৃণমূল কংগ্রেস

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রশাসনিক বৈঠকে রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট কমিশনের মাধ্যমে বকেয়া সমস্ত নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শেষ করার নির্দেশ দেন। এরপরে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য স্বাস্থ্যকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেন। জানা গিয়েছে, শুধু চিকিৎসক বা নার্সই নয়, স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত করতে অন্যান্য বিভাগেও প্রচুর সংখ্যক কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মেডিক্যাল কলেজ, জেলা ও ব্লক স্তরে একাধিক পদে নিয়োগ করা হবে। জানা গিয়েছে, আগামী ১ মার্চ থেকে ১৫ মার্চের মধ্যে শুধুমাত্র ১,৮০০ চিকিৎসককে নিয়োগ করা হবে রাজ্যের বিভিন্ন হাসপাতালে। একই সঙ্গে প্রায় ৬,১০০ নার্স নিয়োগ হবে। সরকারি বিভিন্ন হাসপাতালে প্রায় ১৬৩ জন ফেসিলেটি ম্যানেজার বা ওয়ার্ড মাস্টার নিয়োগ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নিয়োগ করা হবে প্রায় ২০০ জন ফার্মাসিস্টকে। মেডিক্যাল বা ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ করা হবে প্রায় ১৫০ জন। মেডিক্যাল কলেজ বা হাসপাতালের পাশাপাশি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজে বা হাসপাতালের জন্য শল্য চিকিৎসক এবং সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হবে। এছাড়া বিভিন্ন হাসপাতালে সহকারী সুপার (নন মেডিক্যাল) পদে ৭৫ জনকে নিয়োগ করা হবে। এই সমস্ত শূন্য পদের জন্য ১০ মার্চের পর রাজ্য সরকারের (West Bengal Government) তরফে বিজ্ঞপ্তি জারি করা হবে।

Latest article