তীব্র দাবদাহে অতিষ্ঠ বঙ্গবাসী। এপ্রিলজুড়েই বাংলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। ৫ জেলায় তাপপ্রবাহের লাল সতর্কবার্তা (Red Alert- West Bengal) জারি করেছে হাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি কমলা সতর্কতা। উত্তরের তিন জেলার জারি হলুদ সতর্কতা। উত্তরের কয়েকটি জেলা বাদ দিয়ে প্রায় সব জায়গাই রোদের তাপে পুড়বে (Red Alert- West Bengal)।
আরও পড়ুন-কমিশনের কাজ নিয়ন্ত্রণ করতে পারে না সুপ্রিম কোর্ট
পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, ও উত্তর ২৪ পরগনায় চলবে তীব্র তাপপ্রবাহ। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে আগামী ৭ দিন তাপপ্রবাহ জারি থাকবে। এই মুহূর্তে তাপমাত্রা তো কমবেই না বরং আরও বাড়বে। বৃহস্পতি এবং শুক্রবার লাল সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায়। কলকাতা, বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনার জেলার কিছু অংশে কমলা সতর্কতা জারি। বেলা বাড়লে জেলাগুলিতে লু বইবে।