সেজে উঠেছে রেড রোড

৭৭তম স্বাধীনতা দিবস পালন উপলক্ষে সেজে উঠেছে রাজ্য। মঙ্গলবার নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্বাধীনতার আনন্দে মেতে উঠতে।

Must read

প্রতিবেদন : ৭৭তম স্বাধীনতা দিবস পালন উপলক্ষে সেজে উঠেছে রাজ্য। মঙ্গলবার নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্বাধীনতার আনন্দে মেতে উঠতে। রাজ্য সরকারের উদ্যোগে স্বাধীনতা দিবস পালনে একগুচ্ছ কর্মসূচির আয়োজন করা হয়েছে। থাকছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শুধু রেড রোডেই নজরদারি চালাবেন ২০০০ পুলিশ কর্মী। শহরের কিছু রাস্তায় নিয়ন্ত্রণ করা হচ্ছে যানবাহনও। রাজ্য সরকারের আয়োজনে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রেড রোডে।

আরও পড়ুন-বাংলার ২৬ পুলিশ আধিকারিককে বিশেষ পুরস্কার দিল্লির, শৌর্য পদক পাচ্ছেন কলকাতার নগরপাল

বর্ণময় অনুষ্ঠান রেড রোডে : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জাতীয় পতাকা উত্তোলন করবেন। এরপর প্রশাসন ও পুলিশের বাছাই করা দক্ষ আধিকারিকদের পদক দিয়ে পুরস্কৃত করবেন তিনি। রাজ্যের অনুষ্ঠানে এবারই প্রথম পুলিশের পাশপাশি দক্ষ আইএএস অফিসারদের পুরস্কৃত করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আইপিএসদের চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং এবং কম্যান্ডেবল সার্ভিসের জন্য পুরস্কৃত করা হবে। রেড রোডে প্রতি বছরের মতো এবারেও একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্কুল পড়ুয়াদের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন কোচবিহার জেলা থেকে রাজবংশী শিল্পীরা। জঙ্গলমহলের আদিবাসী শিল্পীরাও ধামসা মাদল নিয়ে যোগ দিচ্ছেন স্বাধীনতা দিবস অনুষ্ঠানে। দার্জিলিং জেলা থেকে খুকরি নৃত্যশিল্পীরাও অংশ নেবেন।

আরও পড়ুন-উত্তর জুড়ে উৎসাহের সঙ্গে পালিত হল কন্যাশ্রী দিবস

তথ্য সংস্কৃতি দফতর থেকে ‘‌বাংলার গর্ব দুর্গা মা’‌ ট্যাবলোতে প্রদর্শিত হবে দুর্গা প্রতিমা। গোর্খা, কুর্মি, রাজবংশী সহ বাংলার সব জাতির প্রতিনিধিরাও মার্চপাস্টে যোগ দেবেন। এছাড়া থাকবে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী, দুয়ারে রেশন, কৃষকবন্ধু প্রকল্পের ওপর ট্যাবলো। কলকাতা ও রাজ্য পুলিশে মহিলা বাহিনীসহ সব বাহিনী দেখাবে নানা ধরনের কসরত। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর সাফল্যের পাশাপাশি পিছিয়ে পড়া ও আদিবাসীদের উন্নয়নে রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা এবার ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হবে রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে।

আরও পড়ুন-নিশ্চিহ্ন বিরোধীরা, বোর্ড গড়ল তৃণমূল

কঠোর নিরাপত্তা শহর জুড়ে : স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোড সহ গোটা কলকাতার নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা হয়েছে। জাতীয় পতাকার রঙে সেজে উঠেছে গোটা রেড রোড। গোটা রাস্তার সুরক্ষা নিশ্চিত করতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। সেখান থেকে সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হবে। স্বাধীনতা দিবসে রেড রোডে মোতায়ন থাকবে ২০০০ পুলিশ কর্মী।

আরও পড়ুন-জেলায় জেলায় নারীশক্তি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সদস্যরা

সোমবার সন্ধ্যা থেকেই শহরের বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু হয়েছে। রয়েছে ১০০টি নাকা চেকিং পয়েন্ট। শহর জুড়ে গেস্টহাউসে তল্লাশি করছে কলকাতা পুলিশ। রেড রোড ১৩টি জোনে ভাগ করা হয়েছে। তার মধ্যে ৮৬টি সেক্টর থাকছে। ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার থাকছেন ১৭ জন। তাছাড়াও ট্রাফিকের জন্য আরও ২ জন থাকছেন। ৪৬ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার ও ৯০ জন ইন্সপেক্টরকে সেখানে মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন-দৃষ্টান্ত মেডিক্যালে সুযোগ চা-বলয়ের তিন বাগান-কন্যার

যান নিয়ন্ত্রণ বেশ কিছু রাস্তায় : স্বাধীনতা দিবস উপলক্ষে শহর কলকাতার বেশকিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করার কথা জানানো হয়েছে। সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা বা অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্তও বন্ধ রাখা হবে রেড রোড। এছাড়ও সেদিন সকাল ৮টা থেকে গুরু নানক সরণি বা মেয়ো রোডেও যান চলাচল বন্ধ রাখা হবে। শুধুমাত্র ছাড় দেওয়া হবে প্যারেডের জন্য আসা গাড়িগুলিকে। পাশাপাশি সকাল ৬টা থেকে দুপুর ১২টা বা অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত বেশকিছু রাস্তায় পণ্যবাহী যানবাহনের চলাচলও বন্ধ রাখা হবে।

Latest article