প্রতিবেদন : পঞ্চায়েতের কাজে আরও স্বচ্ছতা আনতে সাধারণ মানুষের অংশগ্রহণের ওপর জোর দিচ্ছে রাজ্য সরকার। পঞ্চায়েতে দুর্নীতি আটকাতে আগেই সামাজিক অডিট শুরু করেছিল নবান্ন। এবার ফিরিয়ে আনা হচ্ছে সাধারণ গ্রামবাসীদের নিয়ে গ্রামসভার বৈঠক করার পুরনো প্রথা। এখন থেকে নিয়মিত গ্রামসভার বৈঠক আয়োজন করার জন্য জেলাগুলিকে নির্দেশ দিয়েছে নবান্ন।
আরও পড়ুন-কোচবিহারে রাস উৎসবের প্রস্তুতি তুঙ্গে
পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ স্তরে প্রতি ১৫ দিন অন্তর এধরনের বৈঠকের আয়োজন করতে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, সাধারণ গ্রামবাসী, পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি এবং সরকারি আধিকারিকদের নিয়ে নিয়মিত গ্রামসভার বৈঠক হওয়ার কথা। কিন্তু ২০১০ সালের পর থেকে এরাজ্যে এধরনের কোনও বৈঠক আয়োজন করা হয়নি। রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে পুনরায় গ্রামসভা ফিরিয়ে আনার সরকারের সিদ্ধান্তকে বিরোধীরা কটাক্ষ করেছে। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ১০০ দিনের কাজ সহ পঞ্চায়েতের নানা কর্মসূচিকে ঘিরে যখন রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে তখন পঞ্চায়েত নির্বাচনের দোরগোড়ায় গ্রামসভা ফিরিয়ে এনে সরকার ভাবমূর্তি মেরামতের চেষ্টা করছে। নিয়ম মেনে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে গ্রামসভা বৈঠকের আয়োজন করারও তিনি দাবি জানান।