প্রতিবেদন : বেনজির কাণ্ড গবেষণাগারের ভিতরে। প্রাণিবিদ্যার পড়ুয়া দুই তরুণ-তরুণীর প্রণয় ও প্রত্যাখ্যানের ঘটনায় প্রাণ নিয়ে টানাটানি। দু’জনেই মহারাষ্ট্রের বাবাসাহেব আম্বেদকর মারাঠাওয়াড়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। পড়াশোনা করতে করতেই তরুণীকে প্রেম নিবেদন করেছিলেন ওই যুবক। কিন্তু তরুণ গবেষকের প্রেম প্রত্যাখ্যান করেন তরুণী। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রবল ক্ষুব্ধ হয়ে ওঠেন গবেষক ছাত্রটি।
আরও পড়ুন-এবার পেনশনে আপত্তি কেরলের রাজ্যপালের
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে প্রোজেক্টের কাজ করছিলেন ওই তরুণী। সেই সময় প্রেমে প্রত্যাখ্যাত তরুণ নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে গবেষণাগারে ঢোকেন। দাউ দাউ করে জ্বলা অবস্থাতেই তরুণীর কাছে চিৎকার করে জানতে চান, তিনি কেন তাঁর বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন? এরপর আচমকাই ওই তরুণীকে পিছন থেকে জড়িয়ে ধরেন তিনি। এই ঘটনায় ওই গবেষণাগারে থাকা সকলেই ক্ষণিকের জন্য হতবাক হয়ে যান। সম্বিত ফিরতেই তাঁরা ওই তরুণকে নিরস্ত করার চেষ্টা করেন। গুরুতর জখম অবস্থায় গবেষক তরুণ ও তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই তরুণের শরীরের ৯০ শতাংশই পুড়ে গিয়েছে। অবস্থা অতি সংকটজনক। অন্যদিকে তরুণীও ৫০ শতাংশ অগ্নিদগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। ঘটনায় তরুণীর পরিবার অভিযুক্ত গবেষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।