এবার পেনশনে আপত্তি কেরলের রাজ্যপালের

রাজ্যের বাম সরকারের মন্ত্রীদের ব্যক্তিগত কর্মীদের আজীবন পেনশন দেওয়ার বিষয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান

Must read

প্রতিবেদন : এবার পেনশন বিতর্ক কেরলে। রাজ্যের বাম সরকারের মন্ত্রীদের ব্যক্তিগত কর্মীদের আজীবন পেনশন দেওয়ার বিষয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। রাজ্যপাল এই পেনশন দেওয়ার বিষয়টিকে সাধারণ মানুষের অর্থের অপব্যবহার বলে উল্লেখ করেছেন। রাজনৈতিক মহল মনে করছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে কেরলে রাজ্য সরকার ও রাজপাল সংঘাতের মধ্যে আরিফের এই মন্তব্য নতুন করে বিতর্কের সৃষ্টি করবে। রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন একাধিকবার রাজ্যপালের বিরুদ্ধে প্রশাসনিক কাজে হস্তক্ষেপের অভিযোগ করেছেন। যা নিয়ে রাজ্যপাল ও সরকারের বিবাদ আদালত পর্যন্ত গড়িয়েছে।

আরও পড়ুন-পুরভোটের টিকিট নিয়ে চরম কোন্দল আপে

গত সপ্তাহে রাজ্যপাল বলেছিলেন, এ রাজ্যে মন্ত্রীদের ব্যক্তিগত কর্মীরা দু’বছর চাকরি করে আজীবন পেনশন পান। এটা আইনের উপহাস এবং জনসাধারণের অর্থের অপচয়। এই কর্মীরা পার্টি-ক্যাডার হয়েও তাঁরা আজীবন পেনশনের অধিকারী হন। বিষয়টি অত্যন্ত বৈষম্যমূলক। এই প্রথার বিলুপ্তি ঘটানোই তাঁর লক্ষ্য। মনে রাখতে হবে এই অর্থ কেরলের মানুষের, ক্যাডারদের নয়। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যপাল বলেন, তাঁর বিরুদ্ধে সরকারি কাজে হস্তক্ষেপের কোনও প্রমাণ দিতে পারলে, তিনি পদত্যাগ করবেন।

Latest article