প্রতিবেদন : তীব্র গরমে পোশাকবিধি থেকে ছাড় পেলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা। জুন মাস পর্যন্ত পরতে হবে না কালো গাউন। গরমে থেকে বাঁচতে আইনজীবীদের আবেদনে সাড়া দিয়ে শুক্রবার এমনই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। ব্রিটিশ আমল থেকেই কলকাতা হাইকোর্টের আইনজীবীদের গলাবন্ধ ফুলহাতা সাদা জামার উপরে অ্যাডভোকেট গাউন পরে এজলাসে আসাই নিয়ম।
আরও পড়ুন-তৃণমূল নেত্রীর জোড়া সভা মালদা জুড়ে তুঙ্গে প্রস্তুতি
কিন্তু চলতি মরশুমে ঝলসে দেওয়া দাবদাহে সেই অ্যাডভোকেট গাউন পরে হিমসিম খাচ্ছেন আইনজীবীরা। ৪০ ডিগ্রি গরমে কালো জোব্বা পরে প্রাণ ওষ্ঠাগত। এজলাসে শীততাপ ব্যবস্থা থাকলেও আদালতের করিডর-সহ বেশিরভাগ জায়গাতেই সে-ব্যবস্থা নেই। তাই গরমে ছাড়ের আবেদন করেছিলেন আইনজীবীরা। সেই আবেদন সাড়া দিয়েই প্রধান বিচারপতির অনুমতি-সহ বিজ্ঞপ্তি জারি করেছেন হাইকোর্টের রেজিস্ট্রার।