মানুষকে সঙ্গে নিয়ে বড় ব্যবধানে বিজেপিকে বোল্ড আউট করাই একমাত্র লক্ষ্য শর্মিলার

শুক্রবার মনোনয়নপত্র জমা দিয়ে তৃণমূল প্রার্থী ডাঃ শর্মিলা সরকার জানান, বিজেপি প্রার্থীকে বড় ব্যবধানে বোল্ড আউট করাই তাঁর একমাত্র লক্ষ্য।

Must read

সংবাদদাতা, বর্ধমান : শুক্রবার মনোনয়নপত্র জমা দিয়ে তৃণমূল প্রার্থী ডাঃ শর্মিলা সরকার জানান, বিজেপি প্রার্থীকে বড় ব্যবধানে বোল্ড আউট করাই তাঁর একমাত্র লক্ষ্য। প্রচারে বেরিয়ে মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জেরে এলাকার প্রমিলা বাহিনীর ক্ষোভ আঁচ করে দুদিন আগেই যাঁকে নিয়ে ছড়া বানিয়েছিলেন, তাঁকেই বৃহস্পতিবার মনোনয়ন জমা দিতে এসে মা বলে সম্বোধন করতে বাধ্য হন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার।

আরও পড়ুন-আইনজীবীদের পোশাকে ছাড়

শুক্রবার অসীমবাবুর এই মা সম্বোধন নিয়ে এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ শর্মিলা সরকার মনোনয়ন জমা দিতে এসে বলেন, ওঁর সম্বন্ধে কিছু বলতে চাই না। তবে কাউকে মা বলতে গেলে শ্রদ্ধা, ভক্তি থাকা চাই। উল্লেখ্য, প্রচারে বেরিয়ে বেনিয়াপার্টির প্রার্থী হিসাবে শর্মিলা সরকারকে নিয়ে গান বাঁধেন অসীম। যদিও বারে বারেই এই প্রশ্নে শর্মিলাদেবী জানান, উনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। হয়ত এটা ওঁর প্রচারের কৌশল। উনি যা করছেন করুন, আমি আমার মতো প্রচার করছি। এরপরই কার্যত প্রমিলা বাহিনীর বিরোধিতার মুখে পড়েন অসীম। শুক্রবারও শর্মিলাদেবী জানান, ওঁর ব্যাপারে কিছু বলতে চাই না। তবে জেতার ব্যাপারে আমি ১০০ শতাংশ আশাবাদী। সাধারণ মানুষ আমাকে বিশ্বাস করছেন এবং ভোট আমাকেই দেবেন। ফলে জেতার ব্যাপারে কোনও কিন্তু নেই। শুক্রবার বর্ধমানের কালীবাজারে বড়মা কালীর কাছে পুজো দিয়ে দলীয় অফিস থেকে মিছিল করে শর্মিলা যান জেলাশাসকের দফতরে। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, জেলা পরিষদের মেণ্টর মহম্মদ ইসমাইল। এডিএম অমিয়কুমার দাসের কাছে তিনি মনোনয়ন দাখিল করেন। শর্মিলার এখন একটাই লক্ষ্য, মানুষকে সঙ্গে নিয়ে বড়সড় ব্যবধানে বিজেপিকে বোল্ড আউট করা।

Latest article