প্রতিবেদন : ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে (Mukesh Ambani- Death threat) প্রাণনাশের হুমকি দেওয়া হল। চলতি সপ্তাহের শুরুর দিকে একটি ইমেলে এই হুমকি দেওয়া হয় বলে পুলিশ শনিবার জানিয়েছে। হুমকি ইমেলে শিল্পপতির কাছে ২০ কোটি টাকা দাবি করা হয়। সেইসঙ্গে টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ইমেলে বলা হয়, ভারতের সেরা শুটার আছে আমাদের। টাকার দাবি না মেটালে মেরে ফেলা হবে।
মুম্বই পুলিশ জানিয়েছে, গত ২৭ অক্টোবর শাদাব খান নামে এক ব্যক্তির মাধ্যমে ওই হুমকি পাঠানো হয়েছিল। পুলিশ আরও জানিয়েছে, মুকেশ আম্বানির মুম্বইয়ের বাসভবন অ্যান্টিলিয়ার নিরাপত্তারক্ষীরা অভিযোগ দায়ের করেছেন। ভারতীয় দণ্ডবিধির ৩৮৭ ধারা (তোলাবাজি করার জন্য কাউকে মৃত্যুর ভয় বা গুরুতর আঘাতের ভয় দেখানো) এবং ৫০৬(২) ধারার (অপরাধমূলক ভয় দেখানো) অধীনে মামলা দায়ের করা হয়েছে।
অবশ্য মুকেশ আম্বানিকে হত্যার হুমকি এই প্রথম নয়। মুম্বই পুলিশ গত বছর মুকেশ আম্বানি (Mukesh Ambani- Death threat) এবং তার পরিবারের সদস্যদের টার্গেট করার হুমকি দিয়ে বেনামী ফোন করার জন্য বিহার থেকে একজনকে গ্রেফতার করেছিল। ওই ব্যক্তি দক্ষিণ মুম্বইয়ে আম্বানি পরিবারের বাসভবন অ্যান্টিলিয়া-সহ এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। এছাড়া ২০২১ সালে দক্ষিণ মুম্বইয়ে আম্বানিদের বাসভবনের কাছে একটি বিস্ফোরক-বোঝাই এসইউভি পাওয়া গিয়েছিল। ব্যবসায়ী হিরণ, যিনি এসইউভিটির মালিক ছিলেন, তাঁর রহস্যমৃত্যু হয় গত বছরের ৫ মার্চ। থানে শহরের একটি খাঁড়িতে তাঁকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। সেই ঘটনা নিয়ে ব্যাপক হইচই হয়।