গাজায় যুদ্ধবিরতি চেয়ে রাষ্ট্রসংঘে প্রস্তাব, ভোট দিল না ভারত

Must read

প্রতিবেদন : গাজা (UN- Gaza) ও ইজরায়েলের মধ্যে গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে ইতিমধ্যে। এই পরিস্থিতিতে রাষ্ট্রসংঘে যুদ্ধ বিরতির আবেদন জানিয়ে পেশ হয়েছিল প্রস্তাব। যেখানে আবেদন জানানো হয়, ইজরায়েল যেন যুদ্ধ ছেড়ে শান্তির পথে হাঁটে। তবে এই প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ভোট দেওয়া থেকে বিরত থাকল ভারত। ভারত ছাড়াও আরও ৪৩টি দেশ এই প্রস্তাবের ভোটাভুটি থেকে বিরত থাকে। জানা গিয়েছে, জর্ডন এই প্রস্তাবের খসড়া পেশ করেছিল।
ভোটদান থেকে বিরত থাকা নিয়ে ভারতের তরফে যুক্তি দিয়ে জানানো হয়েছে, এই বিশ্বে সব বিবাদই আলোচনার মাধ্যমে মেটানো উচিত। এই আবহে হিংসা নিয়ে উদ্বিগ্ন থাকা উচিত রাষ্ট্রসংঘের। হিংসার মাধ্যমে রাজনৈতিক লক্ষ্য পূরণ করলে তা দীর্ঘমেয়াদি হয় না। সন্ত্রাসবাদ একটি অসুখ। কোনও সীমান্ত, জাতি বা দেশ মানে না সন্ত্রাসবাদ। তাই কোনও হিংসার পক্ষে সায় দেওয়া উচিত না বিশ্বের। আমাদের একত্রিত হয়ে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হতে হবে। যদিও রাষ্ট্রসংঘে (UN- Gaza) জর্ডনের পেশ করা প্রস্তাবে হামাসের কোনও উল্লেখ ছিল না। সেখানে ভোটাভুটি থেকে বিরত থাকলেও পরে কানাডার তরফে একটি প্রস্তাব পেশ করে বলা হয়, এই খসড়ায় একটি প্যারাগ্রাফ জুড়ে দেওয়া হোক যাতে হামাসের নিন্দা জানানো থাকে। এরপর কানাডার সেই প্রস্তাবের পক্ষে ভোট দেয় ভারত।
এদিকে জর্ডনের পেশ করা প্রস্তাবের ভোটাভুটি থেকে ভারত বিরত থাকায় অবাক কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, একটি চোখের বদলে অন্য চোখ খুবলে নেওয়া হলে গোটা বিশ্ব অন্ধ হয়ে যাবে। বলেছিলেন মহাত্মা গান্ধী। আমি হতবাক যে গাজায় সংঘর্ষ বিরতির পক্ষে আনা প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া থেকে বিরত থাকল ভারত। আমাদের দেশ অশান্তি এবং সত্যের নীতিতে গঠিত হয়েছিল। এর জন্যে অনেক স্বাধীনতা সংগ্রামী জীবন দিয়েছিলেন। আমাদের জাতিকে এই নীতিবোধই চালিত করে। আমাদের দেশের সংবিধানও এই নীতিবোধের ওপর দাঁড়িয়ে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের নৈতিক সাহস এই নীতিবোধের দ্বারাই চালিত হয়ে এসেছে। তবে কোনও অবস্থান না নিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকা আমাদের দেশের নীতিবিরুদ্ধ। প্যালেস্টাইনে কোনও ওষুধ, খাবার, বিদ্যুৎ নেই। সেই দেশকে ধ্বংস করা হচ্ছে। সেখানের লাখ লাখ মানুষ, শিশু ও মহিলারা বিপদে।

আরও পড়ুন- ‘গাজায় শান্তি চাই’, বিক্ষোভে উত্তাল নিউইয়র্ক

Latest article