কাজাখস্তানে আগুন, মৃত্যু

Must read

প্রতিবেদন : কাজাখস্তানের (Kazakhstan- Fire) খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দুর্ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ২৫ জন প্রাণ হারিয়েছেন বলে খবর। নিখোঁজ বহু। শনিবারের এই দুর্ঘটনার কথা সামনে এনেছে ইস্পাত প্রস্তুতকারক সংস্থা আর্সেলর মিত্তল। এদিকে আচমকা দুর্ঘটনার পর এই সংস্থায় বিনিয়োগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন কাজাখস্তানের (Kazakhstan- Fire) প্রেসিডেন্ট কাসিম জোমার্ট টোকায়েভ। ইতিমধ্যে দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, শনিবার এই দুর্ঘটনাটি যখন ঘটে তখন খনিতে কাজ করছিলেন আড়াইশোরও বেশি মানুষ। যার মধ্যে এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে ইতিমধ্যে দুর্ঘটনাস্থল থেকে ২০৮ জনকে বের করে আনা সম্ভব হয়েছে।

আরও পড়ুন-গাজায় যুদ্ধবিরতি চেয়ে রাষ্ট্রসংঘে প্রস্তাব, ভোট দিল না ভারত

Latest article