গত এক সপ্তাহ ধরে দেশে সংক্রমণ ক্রমশই বাড়ছিল। একটানা ছয় দিন পর এই প্রথম দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নামল ১০ হাজারের নিচে। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় দেশের করোনা আক্রান্ত হয়েছেন ৯৯২৩ জন। করোনার বলি হয়েছেন ১৭ জন। তবে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এখনও উদ্বেগে রেখেছে স্বাস্থ্যমন্ত্রককে।
আরও পড়ুন-রাজ্যের অনুমতিতে জিরাট স্কুলে ৬৬ বছর পর ফের পড়ার সুযোগ মেয়েদের
মঙ্গলবার সকাল পর্যন্ত দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৭৯৩১৩ জন। এই মুহূর্তে সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। তারপর মহারাষ্ট্র। পিছিয়ে নেই কর্নাটক ও রাজধানী দিল্লি। শেষ ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে ৬ জন দিল্লির বাসিন্দা। কেরলে করোনার বলি হয়েছেন ৫ জন।