রাজ্যের অনুমতিতে জিরাট স্কুলে ৬৬ বছর পর ফের পড়ার সুযোগ মেয়েদের

স্কুল পরিচালন সমিতি সূত্রে খবর, এ বছর থেকে একাদশ শ্রেণিতে ছাত্রীরা বিজ্ঞান বা কলা বিভাগে ভর্তির সুযোগ পাবে।

Must read

সংবাদদাতা, হুগলি : রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় এসে নতুন শিক্ষাবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নতুন করে জিরাট কলোনি উচ্চবিদ্যালয়ের দরজা ছাত্রীদের জন্য খুলে দেওয়ায় দীর্ঘ ৬৬ বছর পর ফের এখানে পড়ার সুযোগ পেল মেয়েরা। স্কুল পরিচালন সমিতি সূত্রে খবর, এ বছর থেকে একাদশ শ্রেণিতে ছাত্রীরা বিজ্ঞান বা কলা বিভাগে ভর্তির সুযোগ পাবে। এই বিষয়ে অভিভাবকদের সঙ্গে বৈঠক করেন পরিচালন সমিতির সভাপতি জিরাট কলেজের অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন-বিশ্ব যোগ দিবস পালন

তিনি বলেন, ‘ছাত্রসংখ্যা বাড়তে থাকায় একাদশ শ্রেণি থেকে কলা ও বিজ্ঞান বিভাগকে কো-এড করতে স্কুল শিক্ষা দফতরকে আবেদন করি। সরকার সেই প্রস্তাবে সিলমোহর দিয়েছে। প্রায় ৬৬ বছর পর ছাত্রীরা আবার এখানে পড়ার সুযোগ পাচ্ছে। অভিভাবক-ছাত্রীরা এতই উৎসাহিত যে ইতিমধ্যে একাদশে ভর্তির সংখ্যা ১০০ পেরিয়েছে। তার মধ্যে ৩৬ জন ছাত্রী।’ তিনি আরও বলেন, ‘১৯৫৪ সালে এই বিদ্যালয় গড়ে ওঠার পর ছাত্রছাত্রী উভয়েই পড়ার সুযোগ পেত। কিন্তু এলাকার প্রভাবশালীরা বিদ্যালয়ে নারীশিক্ষা বন্ধ করে দেন। নারীশিক্ষার দাবিতে সে সময় ৬ জন ছাত্রী জেলও খাটেন। তার মধ্যে ছিলেন আমার পিসি মুক্তি চট্টোপাধ্যায় ও আহ্লাদী গোস্বামী। কেউ বেঁচে নেই।’ মাধ্যমিক পাশ করে বিজ্ঞান নিয়ে পড়তে ছাত্রীদের অনেকটা পথ পেরিয়ে বলাগড়ে যেতে হত। সেই সমস্যা দূর হওয়ার কারণে তুমুল খুশি জিরাটবাসী।

Latest article