দক্ষিণবঙ্গে জেলায় ফিরল স্বস্তি, আপাতত বিদায় তাপপ্রবাহের

Must read

প্রতিবেদন : খুশির ইদের আগেই অসহনীয় তাপপ্রবাহ (Heat wave) থেকে মুক্তি পেয়ে স্বস্তির নিশ্বাস ফেললেন বঙ্গবাসী (West Bengal)। আপাতত গোটা রাজ্য থেকে তাপপ্রবাহ (Heat wave) বিদায় নিচ্ছে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার থেকে রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা আর থাকছে না। আগামী কয়েকদিন বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টির (Rainfall) পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চল অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় একথা জানান। তিনি বলেন, ২২ এপ্রিল শনিবার রাজ্যে তাপপ্রবাহ সংক্রান্ত আর কোনও সতর্কবার্তা থাকছে না। ২৫ তারিখ পর্যন্ত পরিস্থিতি একইরকম থাকবে। সব জেলাতেই বৃষ্টির সম্ভবনা থাকছে৷ যার জেরে প্রতিদিনই গড়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমার সম্ভবনা রয়েছে৷ ফলে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা অনেকটাই স্বাভাবিকের আশপাশে পৌঁছে যাবে৷ এদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ছিটেফোঁটা বৃষ্টিও হয়েছে। ২২ তারিখের পর দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ আজ থেকে ২৪ এপ্রিল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ৫ জেলায়৷ এগুলি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার৷ গত ক’দিন ধরে রাজ্যজুড়ে তাপপ্রবাহ অব্যাহত৷ বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির বেশি৷ বাঁকুড়া জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস৷ শুক্রবার দুপুর আড়াইটে পর্যন্ত আলিপুর ৩৪.৮, দমদম ৩৫.৮, সল্টলেক ৩৫.৬, ডায়মন্ড হারবার ৩৩.৮, বাঁকুড়া ৩৫, শ্রীনিকেতন ৩৫.৮, আসানসোল ৩৪.৮, জলপাইগুড়ি ৩১.২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন- শিশুকে মৃত্যুর মুখ থেকে ফেরাল পিজি

Latest article