প্রতিবেদন : ভারতীয় ক্রিকেট প্রশাসনের অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি। বঙ্গ ক্রিকেট প্রশাসনেও জগমোহন ডালমিয়া ছিলেন এক এবং অদ্বিতীয়। সোমবার ছিল তাঁর ৮২তম জন্মদিবস।
প্রয়াত ক্রিকেট কর্তাকে শ্রদ্ধা জানাতে এদিন সিএবিতে এসেছিলেন মেয়র ফিরহাদ হাকিম, মেয়র পারিষদ দেবাশিস কুমার, পুর প্রতিনিধি ও প্রাক্তন সিএবি সচিব বিশ্বরূপ দে, সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়-সহ অনেকেই।
আরও পড়ুন-সব ম্যাচই শেষ ম্যাচ ভেবে খেলছি, জকো-দ্বৈরথের আগে নাদাল
এদিকে, সোমবার প্রয়াত ক্রিকেট কর্তার জন্মদিনে ইডেনে মেয়রস কাপের ফাইনালে নব নালন্দা হাইস্কুলকে ৮ উইকেটে হারাল সেন্ট জেমস স্কুল। নব নালন্দা হাইস্কুল ৩৫ ওভারে ১০৭ রানে ইনিংস শেষ করার পর সেন্ট জেমস ১৮.৩ ওভারে ২ উইকেটে ১৯৮ রান তুলে মাচ জিতে নিয়েছে।
আরও পড়ুন-হাই মাদ্রাসায় রাজ্যে প্রথম সারিফা খাতুন
খেলার পর স্কুল পড়ুয়াদের নিয়ে এমন টুর্নামেন্ট করার জন্য সিএবিকে ধন্যবাদ জানিয়ে মেয়র বলেন, তিনি বাংলা থেকে অনেক প্লেয়ারকে কেকেআরে দেখতে চান। কোভিডের জন্য গত দু’বছর খেলা হয়নি। এবার সিএবি উদ্যাগ নেওয়ায় পাশে দাঁড়িয়েছিলেন। তবে তিনি স্কুল ক্রিকেটারদের শুধু এই ট্রফির মধ্যে সীমাবদ্ধ না থেকে ভারতীয় দলের দিকেও লক্ষ্য রাখতে বলেছেন। অভিষেক বলেছেন, বাংলা থেকে আরও প্লেয়ারকে কেকেআরে দেখলে তিনি খুশি হবেন। এজন্য ক্রিকেট ট্যালেন্ট সার্চ কমিটি আরও উদ্যোগী হবে প্লেয়ার তুলে আনতে।