সব ম্যাচই শেষ ম্যাচ ভেবে খেলছি, জকো-দ্বৈরথের আগে নাদাল

দু’জনে শেষবার একে অপরের বিরুদ্ধে খেলেছিলেন গত বছরের ফরাসি ওপেনের সেমিফাইনালে। ওই ম্যাচে জকোভিচের কাছে হেরে গিয়েছিলেন নাদাল।

Must read

প্যারিস, ৩০ মে : ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি বিশ্ব টেনিসের দুই সেরা তারকা নোভাক জকোভিচ ও রাফায়েল নাদাল। দু’জনে শেষবার একে অপরের বিরুদ্ধে খেলেছিলেন গত বছরের ফরাসি ওপেনের সেমিফাইনালে। ওই ম্যাচে জকোভিচের কাছে হেরে গিয়েছিলেন নাদাল। তাই স্প্যানিশ তারকার কাছে মঙ্গলবারের ম্যাচটা বদলার মঞ্চ।

আরও পড়ুন-হাই মাদ্রাসায় রাজ্যে প্রথম সারিফা খাতুন

নাদাল নিজে বলছেন, ‘‘এই ম্যাচটা আমার জন্য খুব কঠিন হতে চলেছে। কারণ ওর বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছিলাম গত বছর। হয়তো নোভাক বাড়তি আত্মবিশ্বাস নিয়ে কোর্টে নামবে। তবে আমিও লড়াই করব।’’ লাগাতার চোট-আঘাতে জর্জরিত নাদাল আরও বলেন, ‘‘আমি যে আরও একটা ফরাসি ওপেন খেলতে পারছি, সেটাই উপভোগ করছি। পায়ের চোট এতটাই ভোগাচ্ছে যে, প্রত্যেকটা ম্যাচ খেলতে নামছি শেষ ম্যাচ ভেবে। এভাবে কতদিন টানতে পারব সত্যিই জানি না। তাই আমি শুধু কোর্টে নেমে নিজের খেলা উপভোগ করতে চাই। স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য যতটা সম্ভব লড়াই করার চেষ্টা করছি। দেখা যাক কী হয়।’’

আরও পড়ুন-হুমকি ফোন পেত সরস্বতী

তবে নাদাল-জকোভিচ ম্যাচের সময় নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সোমবার আয়োজকরা জানিয়েছেন, এই ম্যাচ শুরু হবে স্থানীয় সময় রাত ৮.৪৫ মিনিটে। কিছুদিন আগেই নাদাল জানিয়েছিলেন, তিনি ফরাসি ওপেনে রাতের ম্যাচ খেলতে পছন্দ করেন না। অন্যদিকে, জকোভিচ আবার জানিয়ে রেখেছেন, রাতের ম্যাচই তাঁর পছন্দ। এদিকে, ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন কার্লোস আলকারেজও। স্প্যানিশ টিনএজার ৬-১, ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে দেন রুশ প্রতিদ্বন্দ্বী কারেন খাচানোভকে।

Latest article