আজ রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ক্যাথিড্রাল রোডে রাজ্য সরকারের ‘কবি প্রণাম’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবিগুরুকে সম্মান প্রদান করে বাম আমলের চুরি যাওয়া নোবেল পুরস্কার উদ্ধার নিয়ে সিবিআইকে নিশানা করেন। তিনি এদিন বলেন নোবেল পদক চুরি যাওয়া অসম্মানের। আর সেটা খুঁজে না পাওয়া লজ্জাজনক।
আরও পড়ুন-খলিস্তানি পতাকা
‘কবি প্রণাম’ অনুষ্ঠানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিনের এই অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen), ব্রাত্য বসু-সহ বিশিষ্টজনেরা। সেখানেই নোবেল চুরি প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমরা যেটা পেলাম, সেটা কেউ নিয়ে নিল, হারিয়ে দিল। এটা বড় অসম্মানের। এটা ভীষণ গায়ে লাগে।“ প্রথম নোবেল পুরস্কার এখানে আসে। কিন্তু সেই জিনিস উদ্ধার করা গেল না। সিবিআই সম্ভবত তদন্ত ক্লোজড করে দিয়েছে। কিন্তু তিনি এদিন এও বলেন, ‘বিশ্বকবিকে একটা নোবেল পুরস্কার (Nobel Prize ) দিয়ে নয়, তাঁর অবিস্মরণীয় কাজের মধ্যে দিয়েই আমরা মনে রাখব।’
আরও পড়ুন-বাঙালির শেষ পাতে মহারাজ মিষ্টি
২০০৪-এ নোবেল হারিয়ে যাওয়ার পর তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সময় CBI তদন্ত শুরু করে। কিন্তু এখনও নোবেল খুঁজে পায়নি CBI। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর দু’বার DOPT-কে চিঠি লেখেন। তদন্ত সিবিআই-এর থেকে ফিরিয়ে দেওয়ার আবেদন করেন।
আরও পড়ুন-ফার্গির সঙ্গে কথা হল রোনাল্ডোর
এদিন, মুখ্যমন্ত্রী বলেন, যদি রবীন্দ্রনাথের সৃষ্টি না থাকত তা হলে, বাংলার নবজাগরণ সম্পূর্ণ হত না। বিশ্বকবির গভীরতা মাপা যায় না। রচনার মাধ্যমে একতার বার্তা দিয়েছেন রবীন্দ্রনাথ। কবিগুরির বিভিন্ন সৃষ্টির কথা উল্লেখ করেন মমতা। বলেন, সকাল থেকে রাত পর্যন্ত তাঁর গান, কবিতা, লেখার মধ্যে দিয়ে প্রতিদিনই চলে রবীন্দ্রস্মরণ।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…