বিধায়কের উদ্যোগে শুরু হল বেহাল স্টেডিয়ামের সংস্কার

মাঠ সংস্কারে আনুমানিক ২০ থেকে ২৫ লক্ষ টাকা খরচ হবে। প্রায় ৪০ হাজার বর্গমিটার এই মাঠের মালিক রঘুনাথগঞ্জ ও জঙ্গিপুরের দুটি প্রাচীন হাইস্কুল।

Must read

কমল মজুমদার, জঙ্গিপুর : রঘুনাথগঞ্জ শহরের একমাত্র খেলার মাঠের বেহাল দশা কাটাতে সংস্কারের কাজ শুরু করলেন এলাকার বিধায়ক জাকির হোসেন। হাত পড়েনি মাঠের সংস্কারেও। বৃহস্পতিবার সকালে নিজেই দায়িত্ব নিয়ে ম্যাকেঞ্জি স্টেডিয়ামের মাঠ সংস্কারের উদ্যোগ নেন। ইতিমধ্যেই উপরের খারাপ মাটির স্তর তুলে ফেলা হয়েছে। ফেলা হচ্ছে নতুন মাটি।

আরও পড়ুন-আশ্রমের জমা জলের সমস্যা মেটাতে তৎপর রাজ্য, শুরু ৮৮ লক্ষের প্রকল্প

মাঠ সংস্কারে আনুমানিক ২০ থেকে ২৫ লক্ষ টাকা খরচ হবে। প্রায় ৪০ হাজার বর্গমিটার এই মাঠের মালিক রঘুনাথগঞ্জ ও জঙ্গিপুরের দুটি প্রাচীন হাইস্কুল। বাম আমলে দুটি স্কুলই মাঠটিকে স্টেডিয়ামের রূপ দিতে লিখিতভাবে দায়িত্ব দেয় জঙ্গিপুর পুরসভাকে। কিন্তু স্টেডিয়ামের পরিকাঠামো গড়ে উঠলেও মূল মাঠের দশা পুরোপুরি বেহাল হয়ে পড়ে। রঘুনাথগঞ্জ স্কুলের প্রধান শিক্ষক উৎপল মণ্ডল বলেন, ‘যে উদ্দেশ্যে পুরসভাকে মাঠটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিলাম তা হয়নি। সম্প্রতি বিধায়ক জাকির হোসেনের সাহায্য চেয়েছিলাম। তিনি এগিয়ে এসে কাজ শুরু করেছেন।’ বিধায়ক জানান, ‘মাঠ সংস্কারের কাজ শুরু করেছি। যতটা পারি করব। বাকি কাজটা জঙ্গিপুর পুরসভা করবে। মাঠের চারপাশ ইউক্যালিপটাস গাছ দিয়ে সাজানো হবে। খেলাধুলো ছাড়া মানুষের বেড়ানোর জায়গা হবে।

Latest article