নতুন বছরেও বিতর্ক পিছু ছাড়ছে না ট্যুইটারের নতুন মালিক এলন মাস্কের। অভিযোগ, ট্যুইটারের সান ফ্রান্সিসকোর অফিসের ভাড়াই মেটাননি মাস্ক। ভাড়া না মেটানোর কারণে সংস্থার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। ট্যুইটারের জন্য সান ফ্রান্সিসকোর যে অফিস ভাড়া নেওয়া হয় সেই বাড়ির মালিক কলম্বিয়া রেটের অভিযোগ, তাঁর প্রাপ্য ভাড়া মেটাচ্ছে না ট্যুইটার।
আরও পড়ুন-কারাগারে হামলা
১৬ ডিসেম্বর বকেয়া ভাড়া ৫ দিনের মধ্যে মিটিয়ে দেওয়ার জন্য নোটিশও পাঠানো হয়। কিন্তু সময় পেরিয়ে গেলেও সেই বকেয়া পাননি বলে অভিযোগ কলম্বিয়ার। আদালতেও এই একই অভিযোগে মামলা রুজু হয়। বিশ্বব্যাপী আরও অনেক অফিসের ভাড়াও বাকি রয়েছে। শুধু অফিসের ভাড়া নয়, দুটি চার্টার্ড প্লেন ব্যবহার করেও ভাড়া না মেটানোর অভিযোগ রয়েছে ট্যুইটারের বিরুদ্ধে।