প্রতিবেদন: মোদি সরকার এ পর্যন্ত তার দেওয়া কোনও প্রতিশ্রুতিই পূরণ করেনি। অনেক ঢাকঢোল পিটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, ২০২৪ সালের মধ্যে দেশের প্রতিটি বাড়িতে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে। যে জন্যে হর ঘর জল প্রকল্প 9 (Har Ghar Jal) চালু করেছিল মোদি সরকার। কিন্তু মোদি সরকারের রিপোর্টই বলছে, ২০২৪ সালের নির্দিষ্ট সময়ের মধ্যে সেই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব নয়। নির্দিষ্ট সময়ের মধ্যে খুব বেশি হলে ৭৫ শতাংশ বাড়িতে পরিশুদ্ধ জল পৌঁছনোর কথা ভাবা যেতে পারে।
উল্লেখ্য, ২০১৯ সালে হর ঘর জল (Har Ghar Jal) প্রকল্পের সূচনা করেছিল মোদি সরকার। মাঝে করোনার কারণে কিছুদিন থমকে থাকার পর ২০২২ সাল থেকে ফের কাজের অগ্রগতি হয়। তবে নিজেদের ব্যর্থতা ঢাকতে কেন্দ্রের দাবি, একাধিক রাজ্যেই জলের ট্যাঙ্ক এবং অন্যান্য সামগ্রী তৈরির জন্য দক্ষ শ্রমিক পাওয়া যায়নি। সে কারণেই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব নয়। এই প্রকল্পের সঙ্গে যুক্ত কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা জানিয়েছেন, ২০২৪ সালের মার্চের মধ্যে ৭৫ শতাংশ কাজ হতে পারে বলে তাঁরা আশাবাদী।