হোটেলেই ‘বন্দি’ প্রতিনিধিরা, আইপ্যাক কাজ চালাবে ত্রিপুরায় থেকেই

Must read

মঙ্গলবারও হোটেলেই বন্দি রয়েছে আইপ্যাকের টিম। বিজেপি প্রশাসনের বাধা সত্ত্বেও ত্রিপুরায় থেকেই কাজ চালিয়ে যেতে চায় আইপ্যাক-এর প্রতিনিধিরা। আইপ্যাকের প্রতিনিধিরা জানিয়েছেন, তারা হোটেলে থেকেই কাজ চালিয়ে যেতে চায়।

আরও পড়ুন-ট্যাক্সির ভাড়া বাড়ানোর দাবি বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের, না বাড়ালে ধর্মঘটের ডাক

হোটেলবন্দি আইপ্যাকের প্রতিনিধিরা প্রদেশ তৃণমূল নেতৃত্বকেও জানিয়ে দিয়েছেন, বিপ্লব দেবের সরকারের কোনও চাপের কাছে নতিস্বীকার করবেন না তাঁরা। বরং ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে আইপ্যাক যে সমীক্ষার কাজ তাঁরা শুরু করেছে, তা তাঁরা চালিয়ে যাবেন। এখন যে তাঁরা আগরতলা ছেড়ে যাচ্ছেন না, তা-ও জানিয়ে দেওয়া হয়েছে প্রদেশ ত্রিপুরা তৃণমূল নেতৃত্বকে।

রবিবার গভীর রাত থেকে সোমবার পর্যন্ত আইপ্যাকের টিমকে আগরতলার একটি হোটেলে আটকে রাখা হয়েছিল। মঙ্গলবারেও তাঁদের গতিবিধি অবাধ করে দেওয়া হয়নি।
গত সপ্তাহ থেকে ওই হোটেলে থেকেই আইপ্যাকের ২৩ জনের প্রতিনিধিদল রাজ্য জুড়ে সমীক্ষার কাজ চালাচ্ছিল। সোমবারও হোটেলে আটক ছিলেন আইপ্যাকের প্রতিনিধিরা।

আরও পড়ুন-“যন্ত্রণা ছিল, যোগাযোগ রাখত”, বিজেপির যুব নেতা রাজু সরকারের মৃত্যুতে শোকপ্রকাশ কুণালের

ত্রিপুরা পুলিশের অভিযোগ ছিল, করোনা সংক্রমণের সময় বাইরের রাজ্য থেকে ওই ২৩ জন এসেছেন। তাই তাঁদের কোভিড পরীক্ষা করানো হচ্ছে। সোমবার তাঁদের কোভিড পরীক্ষা করানোর পরেও মঙ্গলবারও তাঁরা হোটেলেই ‘বন্দি’ রয়েছেন। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ তৃণমূল নেতৃত্ব রাজ্যজুড়ে প্রতিবাদ দিবস পালন করছেন।

 

Latest article