পাচারের আগে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ

বুধবার রাতে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ১৭/১৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে কর্তব্যরত রেলপুলিশ কর্মীরা ওই কচ্ছপগুলি উদ্ধার করেন।

Must read

সংবাদদাতা, হাওড়া : হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল ২৯টি বিরল প্রজাতির কচ্ছপ। বুধবার রাতে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ১৭/১৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে কর্তব্যরত রেলপুলিশ কর্মীরা ওই কচ্ছপগুলি উদ্ধার করেন। সেখান থেকেই ওই কচ্ছপ পাচারের অভিযোগে এক যুবককে গ্রেফতার পুলিশ।

আরও পড়ুন-দুর্গাপুজোতে যুক্ত হোন শিল্পপতিরা, ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় বিনিয়োগে আকর্ষণ

কচ্ছপগুলি চেন্নাই থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল। রুটিন তল্লাশি চালানোর সময় ধৃত যুবকের কাছ থেকে বস্তায় মোড়া অবস্থায় কচ্ছপগুলি উদ্ধার করা হয়। রেলপুলিশের পক্ষ থেকে উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। ধৃত যুবকের সঙ্গে আন্তঃরাজ্য কচ্ছপ পাচার চক্রের যোগ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

Latest article