ইসরোতে গবেষণার সুযোগ নবম শ্রেণির অর্পিতার

অর্পিতা-র বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের পতিরাম-এ। পতিরাম বিবেকানন্দ গার্লস হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী অর্পিতা।

Must read

সংবাদদাতা, বালুরঘাট : ইসরোতে গবেষণার সূযোগ পেল দক্ষিণ দিনাজপুর জেলার নবম শ্রেণির ছাত্রী। নাম অর্পিতা সাহা। অর্পিতা-র বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের পতিরাম-এ। পতিরাম বিবেকানন্দ গার্লস হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী অর্পিতা। অর্পিতা-র বাবা দীপঙ্কর সাহা পেশায় একজন ধান চালের ব্যবসায়ী।

আরও পড়ুন-১৬ই মুখ্যমন্ত্রীর পদযাত্রা, ২২শে অভিষেকের সভা, কাঁথি-নন্দীগ্রাম-তমলুকে উদ্দীপ্ত তৃণমূল শিবির

জানা গেছে গত মার্চ মাসে ইসরোর ‘যুবিকা’ নামক একটি পরীক্ষায় বসে অর্পিতা। যে পরীক্ষায় সফল হওয়ার পর ইসরোর পক্ষ থেকে বিশেষ প্রশিক্ষণের জন্য এবং গবেষণার জন্য অর্পিতার সাথে যোগাযোগ করা হয়। এবং অর্পিতাকে ইসরোতে যেতে বলা হয়েছে। ইসরো থেকে ১৪ দিনের জন্য একটি ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রামে ডাক পেয়েছে অর্পিতা সাহা। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাবন স্পেস সেন্টারে ১৪ দিন ধরে পঠন-পাঠন সহ নানা গবেষণামূলক প্রশিক্ষণ গ্রহণ করবে অর্পিতা।

Latest article