পরিস্রুত জল দিতে মহানন্দায় নমুনা সংগ্রহ করল শিলিগুড়ি পুরনিগম

পরিস্রুত জল দিতে মহানন্দায় নমুনা সংগ্রহ শুরু করল শিলিগুড়ি পুরনিগম। শিলিগুড়ি শহরে পানীয় জলের সমস্যা দেখা দেয়নি।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : পরিস্রুত জল দিতে মহানন্দায় নমুনা সংগ্রহ শুরু করল শিলিগুড়ি পুরনিগম। শিলিগুড়ি শহরে পানীয় জলের সমস্যা দেখা দেয়নি। তবে গজলডোবায় তিস্তা নদীতে বাঁধের কাজ হওয়ায় পানীয় জলের সমস্যা দেখা দিতে পারে। তাই নদীর জলের রিপোর্টে দূষণের তালিকায় ওপরের দিকে সামনে আসে মহানন্দার নাম। শেষ ২০২১-এর গ্রীষ্মে স্ট্যান্ডার্ড নির্দেশিকা অনুসরণ করে মহানন্দার পাঁচটি নমুনা সাইট থেকে মোট ১৪ প্রকার জলের নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্টে পাঠানো হয়।

আরও পড়ুন-ইসরোতে গবেষণার সুযোগ নবম শ্রেণির অর্পিতার

বালতি স্যাম্পলিং কৌশলের মাধ্যমে স্রোতের মাঝখানে এবং তীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। নদীর জলের ভৌত-রাসায়নিক ও মাইক্রোবায়োলজিক্যাল প্যারামিটার এবং বিশ্লেষণী পদ্ধতিতে। যাতে মহানন্দার জলে বিরল ব্যাকটেরিয়া ও রাসায়নিকের উপস্থিতি মেলে। তবে বর্তমানে তিস্তা শুষ্ক করে নদীর গতিপথ ফেরাতে বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে। ফুলবাড়ি ক্যানেল হয়ে তিস্তার জল দিয়ে ফুলবাড়ি পানীয় জল উত্তোলন কেন্দ্র থেকে শিলিগুড়ি শহরে জল সরবরাহ হয়ে থাকে। মহানন্দার জল লিঙ্ক ক্যানেলে প্রবেশ করলে তার পরিমাণ অত্যন্ত কম থাকায় তা তিস্তার জলের সঙ্গে সংমিশ্রণ করে পরিশোধনের পর সরবরাহ করা হয়। তবে তিস্তা সংস্কার কাজের জন্য শুষ্ক করা হলে তার প্রভাবে শিলিগুড়ি শহরের পানীয় জল সঙ্কটের আশঙ্কা। জলকষ্টের মুখে যাতে না পড়তে হয় তার আগাম বিকল্প হিসেবে মহানন্দার জল পরিশোধন করে ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে পুরনিগম।

Latest article