সংবাদদাতা, অশোকনগর : পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই দলের অন্দরে অস্বস্তি বাড়ছে গেরুয়া শিবিরের। দলের অন্দরে কলহের বহিঃপ্রকাশ ঘটছে বিভিন্ন জায়গায়। পদ্ম শিবির থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসে নাম লেখাচ্ছেন অনেকেই। বারবার জেলা সভাপতির উপর ক্ষোভের কারণে গেরুয়া শিবির থেকে পদত্যাগ করলেন বারাসত সাংগঠনিক জেলার চার নেতা-নেত্রী। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিজেপির অন্দরে কাঁদা ছোঁড়াছুঁড়ি শুরু হয়েছে। ফলে পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ থুবড়ে পড়তে চলেছে বিজেপি।
আরও পড়ুন-পঞ্চায়েতে বিপুল সমর্থন পাবে তৃণমূল
সূত্রের খবর, যুবমোর্চায় অশোকনগরের মণ্ডল সভাপতি শুভম রায়, বারাসত সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সদস্য ডলি দে, জেলা মহিলা মোর্চার সাধারণ সম্পাদক শম্পা ঘোষ, বিজেপি যুব মোর্চার কল্যাণগড় মণ্ডলের নেতা পলাশ মণ্ডল— এই চারজন পদত্যাগ করেছেন। তাঁদের দাবি, বারাসত সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপস মিত্র দলের মধ্যে একনায়কতন্ত্র চালাচ্ছেন। তাঁদেরকে কাজ করতে দিচ্ছেন না। উপরন্তু অন্য দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করে দলের ক্ষতি করছেন। তাই তাঁরা দলত্যাগ করেছেন।
আরও পড়ুন-কোর্টের নির্দেশে তদন্তে ডিআইজি
প্রসঙ্গত, এর আগেও বিজেপির জেলা সভাপতি বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বামনগাছি এলাকার বেশকিছু বিজেপি নেতা-কর্মী দলত্যাগ করেছিলেন। তবে তাপস মিত্র এই সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে বলেন, দলের নির্দেশমতো কাজ হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ভাল ফল করবে। যদি কেউ দলত্যাগ করতে চায় তো করবে, তাতে দলের কোনও ক্ষতি হবে না। তবে বিজেপি নেতারা যাই বলুন না কেন, রাজনৈতিক মহলের দাবি, বিজেপি অন্দরের এই কোন্দল আদপে পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির অস্বস্তির কারণ হয়ে উঠবে।