পঞ্চায়েতে বিপুল সমর্থন পাবে তৃণমূল

গোপালপুর এমএসকে মাঠে আয়োজিত সম্মেলনে বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী পেয়ে উপকৃত মহিলারা

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : রাজ্য জুড়ে চলা উন্নয়নই পঞ্চায়েত নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয় আনবে তৃণমূল কংগ্রেসের। সোমবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি দোমোহনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্মেলনে এমনটাই দাবি করলেন এলাকার তৃণমূল কংগ্রেস বিধায়ক গৌতম পাল।

আরও পড়ুন-কোর্টের নির্দেশে তদন্তে ডিআইজি

এদিন গোপালপুর এমএসকে মাঠে আয়োজিত সম্মেলনে বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী পেয়ে উপকৃত মহিলারা। গ্রামের মেয়েরা আজ স্বনির্ভর। তাই মমতা রাস্তাঘাট, সেতু, কালভার্ট তৈরি হয়েছে। আরও কাজ চলছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কেই ক্ষমতায় দেখতে চান গ্রামবাসীরা। এদিন দোমোহনা অঞ্চল তৃণমূল কংগ্রেস ও দোমোহনা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। মূলত বুথ কমিটি তৈরি ও গণতান্ত্রিক পদ্ধতিতে বুথ সভাপতির নাম ঘোষণা করা হয়। ছিলেন বিধায়ক গৌতম পাল, তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি সুভাষ সিংহ প্রমুখ।

Latest article