প্রতিবেদন : আদিবাসী সমাজের দীর্ঘদিনের দাবি মেনে সারি এবং সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়ার জোরালো দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিশ্রুতিমতো সারি ও সারনা ধর্মকে স্বীকৃতি দিতে রাজ্য বিধানসভায় শুক্রবার তিন আদিবাসী বিধায়কের আনা যৌথ প্রস্তাব গৃহীত হল। সারি এবং সারনাকে পৃথক ধর্ম হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে বিধানসভায় ওই প্রস্তাব আনেন রাজ্যের তিন আদিবাসী বিধায়ক রাজীবলোচন সরেন, পরেশ মুর্মু ও মৃত্যুঞ্জয় মুর্মু।
আরও পড়ুন-২৩ থেকে ২৫ পুরুলিয়ায় শিবির, নামী চিকিৎসকরা দুয়ারে
সরকারের আনা ওই প্রস্তাবে বলা হয়, সারা দেশে এই সম্প্রদায়ের মানুষের সংখ্যা ৮.৬%-এর বেশি। তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি না পাওয়ায় এই সম্প্রদায়ের মানুষজন নিজেদের পৃথক ধর্ম থাকা সত্ত্বেও সরকারি আবেদনপত্রে ধর্মের কলম ভরতে সমস্যার সম্মুখীন হন। প্রস্তাবটি বিধানসভায় উত্থাপন করেন তৃণমূল বিধায়ক রাজীবলোচন সোরেন। প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, ‘সারি ধর্ম মূলত সাঁওতাল সম্প্রদায়ের। মুন্ডা, ওঁরাও সম্প্রদায়ের মানুষেরা সারনা ধর্মের অনুগামী। কিন্তু কেন্দ্রীয় সরকার এই দুটিকে আলাদা ধর্মের স্বীকৃতি না দেওয়ায় আদিবাসীদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ছে। তাঁদের নিজস্ব ধর্ম পরিচয় মুছে দেওয়ার অপচেষ্টা রুখতেই এই প্রস্তাব।’
আরও পড়ুন-ফের শিয়ালদহ সেকশনে লোকাল বাতিল করা হল
প্রস্তাবের বিরোধিতা না করেও বিজেপির বক্তব্য, দেশে আদিবাসী সম্প্রদায়ের সংখ্যা ৪০। শুধুমাত্র সারি ও সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়া ঠিক হবে না বলে তারা মনে করে। বিরোধী দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা বিষয়টি নিয়ে ধর্মগুরুদের সঙ্গে আলোচনার পরামর্শ দেন ও সর্বদলীয় বৈঠক ডাকার কথা বলেন। শাসক দলের বক্তব্য, সারি ধর্ম শুধুমাত্র সাঁওতাল সম্প্রদায়ের। কিন্তু বাকি ৩৯টি আদিবাসী সম্প্রদায় সারনা ধর্মাবলম্বী। তাই প্রস্তাবটির ব্যাপারে কারও আপত্তি হবে না বলেই তারা মনে করছে।