নয়াদিল্লি, ১২ জুলাই : টিম ইন্ডিয়ার সিনিয়র ক্রিকেটারদের আচরণে বিরক্ত সুনীল গাভাসকর। প্রাক্তন ভারত অধিনায়ক বুঝতে পারছেন না, আইপিএলে টানা খেললেও, দেশের হয়ে খেলার সময় কেন এই ক্রিকেটাররা বারবার বিশ্রাম চান।
এই প্রসঙ্গে গাভাসকরের বক্তব্য, ‘‘আমি ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার পক্ষে নই। আইপিএলের সময় তো কেউ বিশ্রাম চায় না। তা হলে ভারতের হয়ে খেলার সময় কেন বিশ্রাম চাই? ক্রিকেটারদের দেশের হয়ে খেলতেই হবে। টি-২০ মাত্র কুড়ি ওভারের খেলা। তাতে শরীরের উপরে তেমন কোনও চাপ পড়ে না। টেস্ট ম্যাচে অবশ্য শরীর এবং মন দুটোর উপরেই চাপ পড়ে। সেটা না হয় বুঝলাম। কিন্তু টি-২০ ফরম্যাটে বিশ্রাম নেওয়ার কোনও মানেই হয় না।’’
আরও পড়ুন-বল সুইং করলে কাজ সহজ হয়, উচ্ছ্বসিত ওভালের নায়ক
বিরক্ত সানি মনে করেন, সময় এসেছে বিসিসিআইয়ের উচিত এই বিষয়ে হস্তক্ষেপ করার। দেশের হয়ে খেলার সময় বারবার বিশ্রাম চাইলে বোর্ডের উচিত ক্রিকেটারদের চুক্তি নিয়ে নতুন করে ভাবার। তিনি বলেন, ‘‘বোর্ডের চুক্তিবদ্ধ গ্রেড ‘এ’-র ক্রিকেটাররা প্রচুর অর্থ পায়। কোনও সংস্থার সিইও অথবা ম্যানেজিং ডিরেক্টরকে এত ছুটি নিতে দেখেছেন? ভারতীয় ক্রিকেটারদের উচিত পেশাদারদের মতো আচরণ করা। বিশ্রাম নিতে চাইলে প্রাপ্য অর্থও কম নিতে হবে। কেউ কীভাবে বলতে পারে আমি দেশের হয়ে না খেলে বিশ্রাম নেব?’’
সিনিয়রদের বিশ্রাম নেওয়া নিয়ে বিরক্তি প্রকাশ করলেও, গাভাসকর কিন্তু অফ ফর্মে থাকা বিরাট কোহলির পাশেই দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘‘রোহিত শর্মা রান না পেলে তো এত কথা হয় না! যত আলোচনা শুধু বিরাটকে নিয়েই। ফর্ম আজ আছে কাল নেই। কিন্তু প্রতিভা চিরস্থায়ী।’’