বল সুইং করলে কাজ সহজ হয়, উচ্ছ্বসিত ওভালের নায়ক

ওভালের বাইশ গজে বল হাতে আগুন ঝরিয়ে ম্যাচের নায়ক ভারতীয় স্পিডস্টার। বুমরা-বুলডোজারে গুঁড়িয়ে গেল ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন-আপ।

Must read

লন্ডন, ১২ জুলাই : জসপ্রীত বুম বুম বুমরা। ওভালের বাইশ গজে বল হাতে আগুন ঝরিয়ে ম্যাচের নায়ক ভারতীয় স্পিডস্টার। বুমরা-বুলডোজারে গুঁড়িয়ে গেল ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন-আপ। ওয়ান ডে কেরিয়ারের সেরা বোলিং করে (১৯ রানে ৬ উইকেট) বুমরা সাফ জানালেন, বল সুইং করলে বাড়তি চেষ্টা করার প্রয়োজন হয় না। সাদা বলের ক্রিকেটে তখন পরিস্থিতি উপভোগ করতে হয়। এদিন তেমনই ছিল।

আরও পড়ুন-আশৈশব

বুমরা বললেন, ‘‘যখন প্রথম বলটা করলাম তখন আমি সুইং পাই। বুঝে যাই, পরিস্থিতি আমার অনুকূলে। সেটাই আমি কাজে লাগানোর চেষ্টা করেছি। বল যখন সেভাবে সুইং করেনি, লেংথে নজর দিয়েছি। আসলে বল নড়াচড়া করলে বেশি চেষ্টা করার প্রয়োজন হয় না। পাটা উইকেটে লেংথে নিখুঁত হওয়াটা খুব জরুরি। আর এখানের মতো যখন সুইং পাচ্ছি তখন পরিস্থিতি অন্যরকম থাকে।”
বুমরা আরও বলেন, ‘‘শামি প্রথম ওভার শেষ করার পরই আমরা দু’জন কথা বলে ঠিক করি, ফুল লেংথে বল করব। শামির জন্য খুব খুশি, ও অনেকগুলো উইকেট পেয়েছে।’’ এদিনের জয়ের অন্যতম নায়ক অধিনায়ক রোহিত শর্মাও। টি-২০ সিরিজে সেভাবে রান পাননি। এদিন ভারতের রেকর্ড ব্যবধানে জয়ে (ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার ১০ উইকেটে জয়) রোহিত বড় রান (৭৬) পেলেন। সিরিজে এগিয়ে গিয়ে অধিনায়ক তাঁর ওপেনিংয়ের সঙ্গী শিখর ধাওয়ানকে প্রশংসায় ভরালেন। রোহিত বলেন, ‘‘অনেকদিন পর শিখর ওয়ান ডে খেলছে। অভিজ্ঞ ক্রিকেটার। আগে এই পরিস্থিতিতে অনেক ভাল ইনিংস খেলেছে। আমরা জানি, শিখর দলের জন্য কী করতে পারে।”

Latest article