এবছর দিল্লির রাজপথে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে ১৫ বছরের কম বয়সিদের প্রবেশ নিষিদ্ধ হল। যাঁরা টিকার দুটি ডোজ নেননি তাঁরাও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন না। সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে দিল্লি পুলিশ। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকার দুটি ডোজ নেওয়ার শংসাপত্র দেখালে তবেই সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখার অনুমতি মিলবে।
আরও পড়ুন-আমরা বুড়ো হই কেন
অনুষ্ঠান চলাকালীন প্রত্যেক দর্শককে বাধ্যতামূলকভাবে মাস্ক পরে থাকতে হবে। দর্শকরা সকাল ৭টা থেকে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন। করোনা বিধি মেনেই অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। দিল্লির রাজপথে চলছে শেষ মুহূর্তের মহড়া। করোনার কারণে এবারের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানেও কোনও বিদেশি অতিথি থাকছেন না। রাজপথের নিরাপত্তায় ওইদিন ২৭ হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে।