অভ্যন্তরীণ চাহিদা সামাল দিতে এবং দাম বৃদ্ধি রুখতে কিছুদিন আগে গম রফতানি নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় সরকার। ভারত গম রফতানি বন্ধ করতেই বিশ্বের বিভিন্ন দেশে আটার দাম বাড়তে শুরু করে। তাই একের পর এক দেশের অনুরোধ মেনে সেই আমদানির উপর নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করল মোদি সরকার। শুক্রবার খাদ্য মন্ত্রকের সচিব সুধাংশু পাণ্ডে জানিয়েছেন, বাংলাদেশ, ওমান, আফগানিস্তান-সহ বিভিন্ন দেশের কাছ থেকে গম পাঠানোর আরজি আসে।
আরও পড়ুন-সৌরভদের আবেদন শুনবে সুপ্রিম কোর্ট
তাদের সেই অনুরোধ মেনেই গম রফতানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসা করা নয়, সরকারের লক্ষ্য হল অন্য দেশকে সাহায্য করা। চলতি বছরের প্রবল গরমের কারণে গম উৎপাদন কিছুটা কমেছে। পাশাপাশি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের ফলে গম, ভোজ্য তেল-সহ সব জিনিসের দাম বেড়েছে। তাই গম রফতানি করা হলে দেশের বাজারে আটা-ময়দার দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে। সে কারণেই মোদি সরকার গম রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে।