বাড়ছে সুদের হার

ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, তিন মাস পর্যন্ত মেয়াদের ঋণে বর্তমানে সুদের হার ৭.০৫ শতাংশ। যা বেড়ে ৭.১৫ শতাংশ হচ্ছে।

Must read

ফের সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই রেপো রেট বৃদ্ধি করার পর একমাসের মধ্যে পরপর দু’বার সুদের হার বাড়াল এসবিআই। শুক্রবার থেকেই সুদের বর্ধিত হার কার্যকর হচ্ছে। এদিন এসবিআই জানিয়েছে, বিভিন্ন ধরনের মেয়াদের ঋণে বিভিন্ন হারে সুদ বাড়ছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, তিন মাস পর্যন্ত মেয়াদের ঋণে বর্তমানে সুদের হার ৭.০৫ শতাংশ। যা বেড়ে ৭.১৫ শতাংশ হচ্ছে।

আরও পড়ুন-নিষেধাজ্ঞা শিথিল

৬ মাস মেয়াদের ঋণে সুদের বর্তমান হার ৭.৩৫ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ৭.৪৫ শতাংশ। এক বছরের মেয়াদের ঋণে সুদের বর্তমান হার ৭.৪ শতাংশ বেড়ে হচ্ছে ৭.৫ শতাংশ। দু’ বছরের মেয়াদি ঋণের সুদের হার ৭.৭ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ৭.৮ শতাংশ। সুদের নতুন হার পুরনো ঋণগ্রহীতা থেকে শুরু করে নতুন গ্রাহক সকলের ক্ষেত্রে কার্যকর হবে।

Latest article