চাইছেন স্পিকার

দলত্যাগ বিরোধী আইনের সব অভিযোগের নিষ্পত্তি হোক নির্দিষ্ট সময়সীমার মধ্যে। এমনটাই চাইছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

Must read

দলত্যাগ বিরোধী আইনের সব অভিযোগের নিষ্পত্তি হোক নির্দিষ্ট সময়সীমার মধ্যে। এমনটাই চাইছেন লোকসভার স্পিকার (speaker) ওম বিড়লা। এরপরই জল্পনা শুরু হয়েছে তবে কি দলত্যাগ বিরোধী আইনে সংশোধনী আনতে চলেছে কেন্দ্র সরকার? সূত্রের খবর, সংসদের বাদল অধিবেশনের আগে স্পিকারদের সর্বভারতীয় সম্মেলনে এই বিষয়টিতেই জোর দেবেন লোকসভার স্পিকার।

আরও পড়ুন-বাড়ছে সুদের হার

শুক্রবার থেকে সংসদ ভবনে শুরু হয়েছে সর্বভারতীয় স্পিকার সম্মেলন। দেশের সব রাজ্য থেকে স্পিকার ও ডেপুটি স্পিকাররা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। এদিন এই সম্মেলনের সূচনা করেন ওম বিড়লা। সংসদ সূত্রের খবর, অধিবেশনে সদস্যদের শালীনতা, অনুশাসন, সাধারণ জনতার অংশীদারি বাড়ানো-সহ আইনসভার বিভিন্ন বিষয়েও আলোচনা হবে এই সম্মেলনে।

Latest article