সংবাদদাতা, কাটোয়া : কালনা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে আসা রোগীর আত্মীয় ও পরিবারের জন্য তৈরি হল বিশ্রামাগার। বুধবার এটির দ্বারোদ্ঘাটন করেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মন্ত্রী স্বপন দেবনাথ। ছিলেন সুপার চন্দ্রশেখর মাইতি, কালনার পুরপ্রধান আনন্দ দত্ত, উপপ্রধান তপন পোড়েল, কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল। উল্লেখ্য, কালনা ছাড়াও লাগোয়া নদিয়া ও হুগলির এক বড় অংশের রোগী এই হাসপাতালে চিকিৎসার জন্য আসেন।
আরও পড়ুন-হাঁস-মুরগি পালনে লাভবান হচ্ছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা
চিকিৎসা চলাকালীন রোগীর পরিবারের লোকজন অনেকেই হাসপাতাল চত্বরে থেকে যান। তাঁদের বসার জন্য এতদিন কোনও বিশ্রামাগার ছিল না। ফলে রাতে সমস্যায় পড়তেন তাঁরা। হাসপাতাল চত্বরে বিশ্রামাগার তৈরির দাবি ওঠে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের উদ্যোগে প্রায় ১৮ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয় বিশ্রামাগার। সুপার বলেন, ‘‘রোগীর পরিবার-পরিজনদের কথা ভেবে বিশ্রামাগারটি তৈরি হয়েছে। সেখানে তাঁরা রাত্রিযাপন, সাময়িক বিশ্রাম নিতে পারবেন। পর্যাপ্ত পানীয় জল ও শৌচাগার রয়েছে।’’